মোদির ব্রিগেডে মহারাজ! থাকতে পারেন আরও দুই বাঙালি মহাতারকা, জল্পনা তুঙ্গে

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশ হতে চলেছে। আর এই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশ করে তোলার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় রাজ্যের তাবড় তাবড় বিজেপি নেতা নেত্রীদের দিয়ে প্রচার করানো হচ্ছে করা হচ্ছে রোড শো। আর এই মোদির ব্রিগেড সমাবেশ ঘিরেই আরও একটি জল্পনার সৃষ্টি হয়েছে। ব্রিগেড সমাবেশে মহারাজ সৌরভ গাঙ্গুলীকে দেখা যেতে পারে বলে যেমন জল্পনা তৈরি হয়েছে ঠিক তেমনি আরও জল্পনা বাঙালি দুই মহাতারকাকে নিয়ে। আর এই জল্পনার সূত্রপাত বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে।

Advertisements

Advertisements

বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিগত কয়েক মাস ধরেই জল্পনা তৈরি হয়েছিল সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যোগ দিতে পারেন। আর এই জল্পনা আরও বাড়তে থাকে যখন সৌরভ গাঙ্গুলী রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দিল্লির একটি অরাজনৈতিক মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তাকে দেখা যায়। তবে যাকে কেন্দ্র করে এমন জল্পনা সেই সৌরভ গাঙ্গুলী কোনদিন এই বিষয়ে মুখ খোলেননি। তবে এরপর আচমকা মহারাজ অসুস্থ হয়ে পড়লে এই জল্পনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়ে।

Advertisements

তবে মঙ্গলবার এই জল্পনাকে পুনরায় উস্কে দিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে সৌরভ গাঙ্গুলী কি ব্রিগেডে থাকতে পারেন? আর এই প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য জানান, “উনি এখন বিশ্রামে আছেন। তবে ওয়ার্ম আপের জন্য নেট প্র্যাকটিসে এলেও আসতে পারেন।” আর এই মন্তব্যই পুনরায় সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বঙ্গ রাজনীতিকে চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে সৌরভ গাঙ্গুলী ছাড়াও মোদির ব্রিগেডে আরও যে দুই বঙ্গ মহাতারকার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বলে জল্পনা ছড়াচ্ছে তারা হলেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই মুম্বইয়ের মিঠুন চক্রবর্তীর বাড়িতে তার সাথে বৈঠক হয় আরএসএস প্রধান মোহন ভাগবতের। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে দিন কয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে লেখা একটি বই উপহার দিয়ে যান বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

[aaroporuntag]
তবে এই দুই ঘটনাকে নিয়ে প্রথমজন অর্থাৎ মিঠুন চক্রবর্তী দাবি করেছেন মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ নেহাত সৌজন্যের। অন্যদিকে বুম্বাদা বিজেপিতে যোগ দেওয়ার দাবি নস্যাৎ করেছেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যেভাবে রাজনীতিতে তারকা সমাবেশ ঘটছে তাতে এই সকল মহাতারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এসবের মাঝেই বঙ্গবাসীর আর তাকিয়ে আগামী ৭ মার্চের দিকে।

অন্যদিকে মোদির ব্রিগেড সমাবেশে সৌরভের উপস্থিতির জল্পনা নিয়ে সৌরভ নিজেই জানিয়েছেন, ‘না না’। অন্যান্য যাদের নিয়ে জল্পনা তৈরি হয়েছে তাদের এখনও কাউকে মুখ খুলতে দেখা যায় নি।

Advertisements