নিজস্ব প্রতিবেদন : ভোট ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের শাসকদল তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আর এই ঘটনা যথেষ্টই ব্যতিক্রম। কারণ অন্যান্য প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথেই তৃণমূলের তরফ থেকে তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়। আর চলতি বছর প্রার্থী তালিকা ঘোষণায় বিলম্বিত হওয়ায় রাজ্যের বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে কবে এই প্রার্থী তালিকা সামনে আসবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল কবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
বুধবার তৃণমূলের তরফ থেকে জানানো হয়, দফায় দফায় নয় বরং একসাথে ২৯৪ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তারা। আর এই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী শুক্রবার। অর্থাৎ শুক্রবারেই একটি রাজ্যের বাসিন্দা জানতে পারবেন রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের কোথায় কে প্রার্থী হচ্ছেন।
প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এত বিলম্ব হওয়ার কারণ কি?
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে প্রথম থেকে শোনা যাচ্ছিল এবারের ভোটে হয়তো দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। আর এই প্রার্থী তালিকা ঘোষণা করার আগে তৃণমূলের তরফ থেকে অবশ্যই বিধায়কদের মার্কশিট বিবেচনা করা হচ্ছে। যে কারণে আসন্ন ভোটের প্রার্থী তালিকা থেকে বহু বিধায়কের নাম বাদ পড়তে পারে এবং বহু বিধায়কের নাম তালিকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
[aaroporuntag]
এর পাশাপাশি এবার প্রার্থী তালিকা ঘোষণা করার ক্ষেত্রে তৃণমূল বেশ কয়েকটি বিষয়ে জোড় দিয়েছে। আর এগুলির মধ্যে অন্যতম হলো মহিলা, যুবা এবং স্বচ্ছ ভাবমূর্তি। এই সমস্ত পর্যালোচনা করার পরেই এবার তৃণমূলের তরফ থেকে ২৯৪ টি আসনের প্রার্থী তালিকা নিয়ে আসছে আগামী শুক্রবার। এছাড়াও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে কোভিড পরিস্থিতির কারণে ৭৫ বছর বয়সের বেশি নেতাকর্মীদের টিকিট দেওয়া হবে না। আর সেই বিষয়টিকেও পর্যালোচনা করা হয়েছে।