কোন কোন হেভিওয়েটরা থাকতে পারেন বিজেপির প্রার্থী তালিকায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের দিন এবং দফা ঘোষণা হতেই বাংলার প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে শুক্রবার তারা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে। এবার তাদের প্রার্থী তালিকায় একাধিক কাটাছেঁড়া নজরে আসবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements

Advertisements

একইভাবে বিজেপির তরফ থেকেও প্রার্থী চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করতে দিল্লি রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ। এর আগে প্রার্থী তালিকা তৈরি করার জন্য গেরুয়া শিবির মুরলীধর সেন লেন এবং হেস্টিংস অফিসে দফায় দফায় বৈঠক করে। জানা যাচ্ছে এই বৈঠকের পর দিল্লিতে সংসদীয় বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের পর সামনে আনা হবে প্রার্থী তালিকা। বিজেপির প্রার্থী তালিকা ক্ষেত্রেও নজরে রাখা হচ্ছে নীতি ও আদর্শের বিচারে জেতার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের।

Advertisements

শাসকদল তৃণমূল শুক্রবার ২৯৪ টি আসনের অর্থাৎ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলেও গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে তাদের তালিকা প্রকাশিত হতে পারে প্রথম দু’দফা ভোটের। অর্থাৎ প্রথম দু’দফা ভোটে রয়েছে মোট ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোট। আর এই বিজেপি প্রথমে এই ৬০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সামনে আনতে পারে।

তবে প্রশ্ন হলো বিজেপির এই প্রার্থী তালিকায় কোন কোন হেভিওয়েটরা থাকতে পারেন? রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, খড়্গপুরে প্রার্থী হওয়ার সম্ভাব্য তালিকায় নাম থাকতে পারে দিলীপ ঘোষের। নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠছে শুভেন্দু অধিকারীর। দিলীপ ঘোষের তরফ থেকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারি সম্ভাব্য প্রার্থী হতে পারেন পাণ্ডবেশ্বর কেন্দ্রে।

এছাড়াও ব্যারাকপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে চন্দ্রমণি শুক্লর নাম। প্রবীর ঘোষাল সম্ভাব্য প্রার্থী হতে পারেন উত্তর পাড়ায়। খড়দহের সম্ভাব্য প্রার্থী হতে পারেন শীলভদ্র দত্ত। রাজারহাট গোপালপুরের সম্ভাব্য প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য। বিধান নগরের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সব্যসাচী দত্ত।

এছাড়াও দার্জিলিংয়ের সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম থাকতে পারে নীরাজ জিম্বার। মাদারিহাটে প্রার্থী হতে পারেন মনোজ তিজ্ঞা। হাবিবপুরে প্রার্থী হতে পারেন জোয়েল মুর্মু। বৈষ্ণবনগরের প্রার্থী হতে পারেন স্বাধীন কুমার সরকার। কৃষ্ণগঞ্জের প্রার্থী হতে পারেন আশীষ কুমার বিশ্বাস। ভাটপাড়ার প্রার্থী হতে পারেন পবন সিং।

এখানেই শেষ নয়, গেরুয়া শিবিরের সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে মনিরুল ইসলাম, শুভ্রাংশু রায়, সুনীল সিং, উইলসন চম্পামারি, শোভন চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস, মিহির গোস্বামী, বনশ্রী মাইতি, সৈকত পাঁজা, শুক্রা মুন্ডা, বিশ্বজিৎ কুণ্ডু, বৈশালী ডালমিয়ার মত একাধিক বিধায়কের নাম।

[aaroporuntag]
এর পাশাপাশি গেরুয়া শিবিরের চমক হিসেবে প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক যুবা ও টলি অভিনেতা-অভিনেত্রী এবং ক্রীড়া জগতের ব্যক্তিদের নামও। আর এই তালিকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনা চলছে অশোক দিন্দা, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ সহ আরও একাধিক নাম নিয়েও।

Advertisements