কর্তব্যে অবিচল, দুধের শিশু কোলেই ট্রাফিক সামলে নজির মহিলা কনস্টেবলের

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। এই সকল ভিডিওগুলির মধ্যে কিছু ভিডিও হয় সেলব কেন্দ্রিক, কিছু ভিডিও হয় প্রতিভামূলক, আর এমন কিছু ভিডিও ভাইরাল হয় যেগুলি সম্পূর্ণ ব্যতিক্রম। এই সকল ব্যতিক্রমী ভিডিওগুলির প্রশংসা না করে আর উপায় থাকে না।

Advertisements

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন নারী একই সঙ্গে নিজের কর্তব্যকর্ম সামাল দিচ্ছেন ও নিজের ব্যক্তিগত জীবনের দায়িত্বও সামলাচ্ছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

Advertisements

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা ট্রাফিক কনস্টেবল ট্রাফিক সামলাচ্ছেন, নিজের ছোট্ট দুধের সন্তানকে কোলে নিয়েই। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। ওই মহিলা পুলিসকর্মীর নাম প্রিয়াঙ্কা। চন্ডীগড় সেক্টর ২৯ এর ‌ট্রাফিক কর্মী প্রিয়াঙ্কার ডিউটি সেক্টর ছিল ১৫ ও ২৩ এর সংযোগস্থলে।

Advertisements

যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিন আটটায় তার রিপোর্টিং টাইম ছিল তবে সঠিক সময় তিনি পৌঁছতে পারেন নি। তখন উপরমহল থেকে তার কাছে নির্দেশ যায় যে যত দ্রুত সম্ভব তিনি যেন তার কাজের জায়গায় যান।এই সময়ই দেখা যায় যে তিনি নিজের সন্তানকে কোলে নিয়েই ট্রাফিক সামলাতে ছুটে গিয়েছেন। আর এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

চণ্ডীগড়ের ডিজিপি সঞ্জয় বাণিওয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, মাতৃত্বকালীন ছুটির পরই প্রিয়াঙ্কা চাকরিতে যোগ দিয়েছিলেন। তার বাচ্চা দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভের অপশনও দেওয়া হয়েছিল তাকে। আপাতত তিনি পুলিশ লাইনে পোস্টেড রয়েছেন। ডেস্কে চাকরি করার আবেদন এলে সেটাও খতিয়ে দেখা হবে‌।

[aaroporuntag]
তবে এই ঘটনাটিতে নেটিজেনদের তরফ থেকে দু’রকমের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ কেউ তার কাজও কর্তব্যনিষ্ঠা দেখে কুর্নিশ জানিয়েছেন।
আবার কেউ দুধের শিশুকে নিয়ে ট্রাফিক সামলানোর মতো কাজটিকে দায়িত্বজ্ঞানহীনতার কাজ বলে এই কাজের তীব্র নিন্দা করেছেন।

Advertisements