নিজস্ব প্রতিবেদন : নিজের পছন্দমত কেন্দ্রে প্রার্থী হতে না পেরে চরম জল্পনা তৈরি হয়েছিল মালদহের তৃণমূল নেত্রী সরলা মুর্মুকে নিয়ে। তৃণমূল নেত্রী সরলা মূর্মু তৃণমূল ত্যাগ করবেন এমনটাই জানা যাচ্ছে। এমনকি এটাও খবর যে মালদহ থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তিনি কলকাতায় এসে পড়েছেন। আর এসবের জল্পনার মাঝেই চাপে পড়ে তড়িঘড়ি প্রার্থী বদল করলো শাসকদল তৃণমূল। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।
জানা যাচ্ছে, সরলা মুর্মু প্রথম থেকেই প্রার্থী হতে চেয়েছিলেন পুরাতন মালদহ থেকে। কিন্তু তার এই দাবি নিয়ে কোনোরকম কর্ণপাত করেনি রাজ্য নেতৃত্ব। যার পরেই তাকে প্রার্থী করা হয় হাবিবপুর থেকে। কিন্তু হাবিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে নারাজ সরলা মুর্মু নিজের গোঁ ধরে বসে থাকেন। আর তারপরেই রবিবার থেকে জল্পনা শুরু হয় দলত্যাগ ও বিজেপি যোগ নিয়ে।
আর এই সকল জল্পনার মাঝেই সোমবার হঠাৎ তৃণমূলের থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়, মালদহের হবিবপুরের প্রার্থী বদল করছে তারা। ওই জায়গায় সরলা মূর্মুর পরিবর্তে প্রার্থী করার ঘোষণা করা হলো প্রদীপ বাস্কেকে। প্রদীপ বাস্কে ওই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
[aaroporuntag]
তৃণমূলের তরফ থেকে এই প্রার্থী বদলের কারণ হিসেবে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার জন্য সরলা মূর্মু সরে দাঁড়িয়েছেন। আর এরই কারণে এই প্রার্থী বদল করা হলো। অন্যদিকে জানা যাচ্ছে সরলা মুর্মু বর্তমানে আর তৃণমূলে থাকতে চাইছেন না। যদিও এবিষয়ে সরলা মুর্মুর থেকে কোন রকম মন্তব্য পাওয়া যায়নি।