মিঠুনের সেরা ১০টি ডায়লগ, যা এবার শোনা যেতে পারে ভোটের ময়দানে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার মোদীর ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরের নাম লেখান বলিউড তথা টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগদানের পর গৌরাঙ্গ চক্রবর্তী থেকে টলিউড এবং বলিউডে দিনের পর দিন পরিশ্রম করে গড়ে ওঠা মিঠুন চক্রবর্তীকে এবার সরাসরি গেরুয়া শিবিরের হয়ে ভোটের প্রচারে দেখা যাবে।

Advertisements

Advertisements

তবে রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী এই প্রথম পা রাখছেন এমনটা নয়। এর আগেও তিনি একাধিক রাজনৈতিক দলের ঘনিষ্ঠতায় ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য বাম, কংগ্রেস এবং তৃণমূলের সাংসদ। আর এবার এই সকল পথ পেরিয়ে গেরুয়া শিবিরে তিনি কতটা মঞ্চ মাতান তার দিকেই তাকিয়ে আপামর বাঙালি। আর এই আপামর বাঙালির তরফ থেকেই মনে করা হচ্ছে এবার ভোটে হয়তো মিঠুন চক্রবর্তীর সেরা বেশ কতকগুলি ডায়ালগ শোনা যেতে পারে। আর এই সকল ডায়ালগের মধ্যেই ইতিমধ্যেই গতকাল বিজেপিতে যোগ দিয়ে তিনি দুটি ডায়লগ সমর্থকদের সামনে তুলে ধরেছেন।

Advertisements

১) বাংলা গুরু সিনেমার মিঠুনের জনপ্রিয় ডায়লগ ‘রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন? আমার এক কথা একশো কথার সমান’।

২) তুলকালাম সিনেমার ডায়লগ ‘বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, যেই ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা বুঝিয়ে দিই’।

৩) চিতা সিনেমার ডায়লগ ‘সাপের ছোবল আর চিতার খাবোল, যেখানেই পরবে আড়াই কেজি মাংস তুলে নেবে’।

৪) হিন্দি তুলকালাম সিনেমা মিঠুনের ডায়ালগ ঝড় তুলে দিয়েছিল। ‘তুফান বছরে এক-আধবার আসে যখন আসে তখনই প্রলয় ঘটে ৷ আর যখন যায় ভগবানও তার অস্থিত্ব খুঁজে বেড়ায় ৷ বাপলিকের মার কেওড়াতলার পার’।

৫) হিন্দি গুন্ডা ছবিতেও মিঠুন চক্রবর্তী একটি ডায়লগ পেশ করে দর্শকদের মন জয় করেছিলেন। ‘ম্যায় গরিবকে লিয়ে হিরো হুঁ অউর তুম লোগো কে লিয়ে ভিলেন। নাম হ্যায় মেরা শঙ্কর, হুঁ ম্যায় গুন্ডা নম্বর ওয়ান’।

৬) বাংলা অভিমুন্য সিনেমার সেই ডায়ালগ এখনো মানুষের মন জয় করে চলেছে। ‘অভিমন্যু নাগ, বালিবোড়াও নয়, জলঢোড়াও নয়, জাত গোখরো এক ছোবলেই ছবি’।

৭) গোলমাল থ্রি হিন্দি ছবিতে মিঠুনকে ডায়লগ দিতে দেখা গিয়েছিল, ‘জিনকে ঘর শিশে কে হোতে হ্যায়, ও বেসমেন্ট মে কপড়ে বদলতে হ্যায়’।

৮) বাংলা বারুদ ছবিতে মিঠুন ঝড় তুলেছিলেন ‘তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ, আমি ডিএসপি না আমি গুন্ডা, এক্কেবারে লাথখোর মাল। তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টর’ ডায়লগ দিয়ে।

৯) হিন্দি অগ্নিপথ সিনেমায় মিঠুনের ডায়লগ ছিল, ‘আই এম কৃষ্ণান আইয়ার এমএ। নারিয়েল পানিওয়ালা’।

১০) MLA ফাটাকেষ্টর সেই ডায়লগ, ‘শালা মারব এখানে লাশ পড়বে শশ্মানে’।

[aaroporuntag]
জানা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থীদের হয়ে বাংলায় প্রচারে নামবেন। আর তার এই প্রচার শুরু হবে আগামী ১২ মার্চ থেকেই। সেই দিন থেকেই রাজ্যের একাধিক এলাকায় জনসভা করবেন এবং প্রচার সারবেন। আর এই প্রচারের তালিকা এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপির হেস্টিংস অফিসে বৈঠকেও বসতে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

Advertisements