‘সব স্বার্থ, বাকি অজুহাত’, দলত্যাগীদের প্রসঙ্গে কড়া বার্তা অরূপ রায়ের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে মঙ্গলবার তারাপীঠে পুজো দিতে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তারাপীঠে তারা মায়ের পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে দলত্যাগীদের নিয়ে প্রশ্ন ওঠে। আর এই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে অরূপ রায় জানান, ‘সব স্বার্থ, বাকি অজুহাত’।

Advertisements

অরূপ রায়ের কথায়, “যারা রাজনীতি করতে আসেন তারা দুটি লক্ষ্য নিয়ে আসেন। এক হলো স্বার্থ এবং অন্যটি হলো আদর্শ। বর্তমানে যে সকল নেতা নেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তারা তাদের আদর্শকে ত্যাগ করে বিজেপির মত একটি দলে নাম লেখাচ্ছেন কেবলমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তবে এই দলত্যাগের কারণে তৃণমূলের উপর তার কোনো প্রভাব পড়বে না। বরং তৃণমূল বিধানসভা নির্বাচনে ২২৫-এর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে।”

Advertisements

হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায়, জটু লাহিড়ীর মতো নেতাদের দল থেকে নিয়েও প্রশ্ন উঠলে তিনি জানান, “জটু লাহিড়ীকে তৃণমূল পরপর চারবার বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছিল। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর তাকে পৌরসভায় টিকিট দেওয়া হয়েছিল। অর্থাৎ দলের তরফ থেকে তাঁকে পাঁচবার টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু এবার করোনার জন্য ৮০ বছরের বেশি নেতাদের টিকিট না দিয়ে সম্মানজনক পদ দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। আর এর পরেও তিনি কিভাবে নিজের নীতি আদর্শ ত্যাগ করে বিজেপিতে যেতে পারেন তাই প্রশ্নের।”

Advertisements

হাওড়ায় একের পর এক তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের পর দলের ক্ষতির প্রসঙ্গ উঠলে তিনি তাকে উড়িয়ে দিয়ে বলেন, “আরও বেশি জনসমর্থন নিয়ে আমরা জয়ী হবো। হাওড়ায় ১৬টি বিধানসভার মধ্যে ১৬টিতেই তৃণমূল জয়যুক্ত হবে।” পাশাপাশি নন্দীগ্রামের প্রসঙ্গ উঠলে অরূপ রায় দাবি করেন, “নন্দীগ্রামে মমতা দিয়ে বিপুল ভোটে জয়ী হবেন।”

অন্যদিকে মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান প্রসঙ্গ উঠলে অরূপ রায় সেই নীতি আদর্শের প্রসঙ্গ টেনে আনেন। যদিও তিনি ব্যক্তি আক্রমণের পথ বেছে না নিয়ে কটাক্ষ করে বলেন, “মিঠুন চক্রবর্তীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। কিন্তু মানুষ রাজনীতিতে আসেন নীতি আদর্শ নিয়ে। আর কিছু লোক স্বার্থসিদ্ধির জন্য আসেন। উনি কি নিয়ে এসেছেন উনি জানেন।”

[aaroporuntag]
পাশাপাশি রাজ্যের ৮ দফা ভোট প্রসঙ্গে অরূপ রায় দাবি করেন, “রাজ্যে এই ৮ দফা ভোট করিয়ে বাঙ্গালীদের অপমানিত করা হচ্ছে। তবে এরপর এই তৃণমূল এককভাবে লড়াই করে এবারের বিধানসভা নির্বাচনে ২২৫ এর বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে।”

Advertisements