নিজস্ব প্রতিবেদন : ফাল্গুন মাসে হাতে মাত্র আর কয়েকটা দিন। আর এরপরেই চৈত্র মাস। সনাতন ধর্মাবলম্বী মানুষেরা চৈত্র মাসে শুভ কাজ করেন না। যে কারণে ফাল্গুন মাসে একাধিক শুভ কাজের মত প্রায় প্রতিটি শুভদিনেই বিয়ের অনুষ্ঠান হয়ে চলেছে। আর এই সকল বিয়ের অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে একাধিক মজার ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
আর এই সকল একাধিক মজার ভিডিও মতোই সম্প্রতি আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা দেখে সোশ্যাল নাগরিকদের হেসে গড়াগড়ি দেওয়ার মত অবস্থা। কারণ সেই ভিডিওতে দেখা যাচ্ছে নবদম্পতিকে নাচতে নাচতে বরণ করছেন শ্বাশুড়ি। আর নাচছেন আবার কোন গানে? সেই গান, যে গান সাম্প্রতিককালে বহুল প্রচলিত ‘টুম্পা সোনা’।
এই ‘টুম্পা সোনা’ গান নিয়ে সম্প্রতি মজেছেন আপামর বাঙালি। এই গান এই প্রতিনিয়ত ভাইরাল হতে দেখা যাচ্ছে টলি থেকে রাজ্যের অন্যান্য যুবক-যুবতীদের। এমনকি এই গানই গত সপ্তাহের ভোটের আঙিনায় আলাদা রূপ পেয়েছিল। গানের ছন্দ একই রেখে কেবলমাত্র গানের কলি বদলে বামেদের তরফ থেকে ব্রিগেডে মানুষকে আসার আহবান জানানো হয়েছিল। আর এসবের বাইরে এবার এই গানে নেচেই নবদম্পতি বরণ শ্বাশুড়ির, যা বেশ তাৎপর্যমণ্ডিত হওয়ার পাশাপাশি নজরকাড়াও।
[aaroporuntag]
অন্যদিকে এই গানে এই ভাবে নেচে নবদম্পতিকে বরণ মানুষের চিন্তা-ভাবনা যে বদলেছে তারও বার্তা দেয়। নতুন বউ মাকে পেয়ে শ্বাশুড়ির আনন্দ পরিস্ফুটিত হয়েছে এই ভিডিওতে। আর যারপর বলাই যেতে পারে, ‘সময় বদলেছে, বদলেছে চিন্তাধারা’।