নগদ লেনদেনে দিতে হবে বাড়তি চার্জ, নিয়ম বদলাচ্ছে Post Office

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Post Office ভারতীয় নাগরিকদের কাছে বেশ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশেষ করে প্রবীণ নাগরিকরা এর উপর খুব বিশ্বাস করে থাকেন। তবে এবার এই Post Office তাদের নগদ লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনছে। আর এই নতুন নিয়ম চালু হলে টাকা তোলা এবং টাকা জমা করার ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি চার্জ গুনতে হবে।

Advertisements

Advertisements

Post Office-এর তরফ থেকে জানা গিয়েছে, নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হবে আগামী ২০২১ সালের ১লা এপ্রিল থেকে। এর পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী India Post Payment Bank-এ টাকা জমা করার ক্ষেত্রেও AEPS-এ চার্জ কার্যকর করা হতে পারে। তবে এই বাড়তি চার্জ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন জারি করা হচ্ছে। চলুন সেই সকল নিয়ম দেখে নেওয়া যাক এক নজরে।

Advertisements

নিয়ম অনুযায়ী Basic Savings Account-এ ৪ বার পর্যন্ত টাকা নগদে তোলার ক্ষেত্রে কোনরকম চার্জ ধার্য করা হবে না। তবে তার বেশি নগদ তোলা হলে বাড়তি চার্জ হিসাবে ২৫ টাকা বা ০.৫ শতাংশ বাড়তি চার্জ ধার্য করা হবে। তবে টাকা জমা করার ক্ষেত্রে কোনো রকম বাড়তি চার্জ ধার্য করা হবে না।

[aaroporuntag]
Savings এবং Current অ্যাকাউন্টের ক্ষেত্রে নগদে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলার ক্ষেত্রে কোনো রকম চার্জ দিতে হবে না। কিন্তু তার বেশি তোলা হলেই ২৫ টাকা বাড়তি চার্জ দিতে হবে। পাশাপাশি ১০,০০০ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না কিন্তু তার বেশি জমা করার ক্ষেত্রে ২০ টাকা থেকে ২৫ টাকা বাড়তি চার্জ দিতে হবে।

Advertisements