প্রথম দফা ভোটের আগেই কড়া কমিশন, সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের DG-কে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ADG আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে। তার জায়গায় আনা হয়েছে দমকলের ডিজি জগমোহনকে। আর এবার একইভাবে প্রথম দফা ভোটের আগে সরানো হলো রাজ্য পুলিশের DG-কে।

Advertisements

মঙ্গলবার রাজ্য পুলিশের DG বীরেন্দ্রকে সরানোর বিষয়ে নির্দেশিকা বের করে নির্বাচন কমিশন। আর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার পি নিরজনয়নকে। কমিশনের এই নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে বীরেন্দ্র ভোটের সময় ভোটের কোন কাজে অংশগ্রহণ করতে পারবেন না।

Advertisements

কমিশনের তরফ থেকে রাজ্যের চিফ সেক্রেটারিকে দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, বুধবার সকাল দশটা থেকে আইপিএস অফিসার পি নিরজনয়ন রাজ্য পুলিশের DG-এর দায়িত্বভার সামলাবেন। পি নিরজনয়ন হলেন ১৯৮৭ ব্যাচের আইপিএস অফিসার।

Advertisements

[aaroporuntag]
ভোটের আগে এর আগেও রাজ্য পুলিশের রদবদল লক্ষ্য করা গেছে আগামী দিনেও লক্ষ্য করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই রদবদলের মূল উদ্দেশ্য হলো রাজ্যে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালানো। অন্যদিকে জানা যাচ্ছে বয়স্ক মানুষেরা যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা ভোট দেওয়ার সময় তাদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

Advertisements