চেনা রূপে মমতা, ফের চায়ের দোকানে নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চেনা মুখের চেনা রূপ, এমনটা অন্ততপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলাই বাহুল্য। কারণ তাকে এর আগেও একাধিকবার প্রশাসনিক সফরে গিয়ে কখনো চায়ের দোকানে নিজেই চা বানিয়েছেন, আবার কখনো আদিবাসী গ্রাম ঘুরতে গিয়ে সেখানে বরবটি আলুর তরকারি রেঁধেছেন। মঙ্গলবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো।

Advertisements

Advertisements

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে বেছে নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে প্রথম এদিন নন্দীগ্রামের সভা করেন। এরপর সভা শেষে শহীদ বেদীতে মাল্যদান, এলাকার একাধিক মন্দিরে পুজো, তারপর মাজার দর্শন করেন, চলে জনসংযোগ বাড়ানোর কাজ।

Advertisements

এরপর মাজার থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি চায়ের দোকান তার চোখে পড়ে। আর তা চোখে পড়তেই সটান ওই চায়ের দোকানে তিনি ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়াই নয়, নিজেই চা বানাতে শুরু করেন। আর সেই চা বানানো হয়ে যাওয়ার পর তা কাপে ঢেলে পরিবেশনও করতে দেখা যায় তাকে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চায়ের দোকানের মালিকের সাথে কথা বলতে দেখা যায় এবং তার অভাব-অভিযোগের কথা শুনতে দেখা যায়। আর এইসব শুনে তিনি তার পাশে থাকার আশ্বাস দেন।

[aaroporuntag]
প্রসঙ্গত, ডিসেম্বর মাসে ২৯ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরে আসেন প্রশাসনিক বৈঠক করতে সেই সময় তিনি হঠাৎ শান্তিনিকেতন নিকটস্থ একটি আদিবাসী গ্রামে ভিজিট করেন। সেখানে তিনি নিজে হাতে আলু বরবটির তরকারি রান্না করেন এবং আদিবাসী মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। আর এর আগেও দীঘায় চায়ের দোকানে ঢুকে তাকে চা বানাতে দেখা গিয়েছে।

Advertisements