নিজস্ব প্রতিবেদন : পূর্ব রেলের তরফ থেকে দু’দিন আগেই জানানো হয়েছিল তাদের ডিভিশনে ১০০% প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এই ঘোষণার পরেই পূর্ব রেল ডিভিশনের আওতায় থাকা ট্রেন পরিষেবা লকডাউন পূর্ববর্তী সময়ের মতোই স্বাভাবিক হবে এমনই আশার আলো দেখতে শুরু করেন যাত্রীরা। আর তাই-ই যেন বাস্তবায়নের পথে।
পূর্ব রেলের তরফ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অন্ডাল থেকে আগামী ১০ মার্চ থেকে দু’জোড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু করা হচ্ছে। এই ট্রেন দুটি চলবে অন্ডাল থেকে রামপুরহাট এবং অন্ডাল থেকে সাঁইথিয়া রুটে। আসানসোল ডিভিশনে তরফ থেকে এই সুখবর দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে কখন এই ট্রেনগুলি চলবে তার সময়সূচীও।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, ৬৩৫২৯ অন্ডাল রামপুরহাট মেমু প্যাসেঞ্জার অন্ডাল থেকে ছাড়বে সকাল ৫:৪০ মিনিটে। ৬৩৫৩০ রামপুরহাট অন্ডাল মেমু প্যাসেঞ্জার রামপুরহাট থেকে ছাড়বে সকাল ৮:২০ মিনিটে।
৬৩৫৩৩ অন্ডাল সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার অন্ডাল থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়। ৬৩৫৩৬ সাঁইথিয়া অন্ডাল মেমু প্যাসেঞ্জার সাঁইথিয়া থেকে ছাড়বে বিকাল ৪টে ৪০ মিনিটে।
[aaroporuntag]
দিন কয়েক আগেই আমরা দেখেছি নাম পরিবর্তন করে স্পেশাল ট্রেন হিসাবে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারকে পুনরায় চালু করতে রেলের তরফ থেকে। আর এবার পুনরায় আরও দুটি লোকাল ট্রেন চালু হওয়ায় ট্রেন যোগাযোগ দিয়ে কিছুটা হলেও স্বস্তির মুখ দেখলেন বীরভূমের একাংশ। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে ট্রেনে চড়ার জন্য যাত্রীদের আবশ্যিকভাবে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।