নিজস্ব প্রতিবেদন : মোদির ব্রিগেডের আগে শনিবার বিজেপি প্রথম দুই দফা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। তবে এই প্রার্থী তালিকায় বাদ রাখা হয়েছিল তিনটি বিধানসভা এলাকা। যার মধ্যে একটি বিজেপি তাদের বন্ধু শরিক দলকে ছাড়ে এবং দুটি বিধানসভা যথাক্রমে খড়গপুর সদর ও বড়জোড়া কেন্দ্রের প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। আর এই দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি।
প্রথম দুই দফা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণার প্রথম ধাপে বিজেপির তরফ থেকে সেরকম কোনো চমক দেওয়া হয়নি। মূলত পুরাতন কর্মীদের উপর আস্থা রেখেই প্রার্থী তালিকা তৈরি করা হয়। আর সেই তালিকায় একমাত্র তারকা প্রার্থী হিসেবে জায়গা পান ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তবে প্রথম দুই দফার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার ক্ষেত্রে চমক দিলো বিজেপি।
বুধবার বিজেপির তরফ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে বিজেপির প্রার্থী হিসেবে স্থান পেলেন সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চ্যাটার্জী। তাকে প্রার্থী করা হল খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে। মূলত এই বিধানসভা কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার জল্পনা চলছিল ভোট ঘোষণা হওয়ার পর থেকেই।
[aaroporuntag]
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ টলিউড অভিনেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি এর আগে তৃণমূলের যুব সহ সভাপতির পদে ছিলেন। আর বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি হুংকার দেন, “অলক্ষ্মী বিদায়ই লক্ষ্য। বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফেরাতে হবে। বাংলায় কর্মসংস্থান নেই, বাংলার যুবরা বাইরে চলে যাচ্ছেন। তাঁদের ফেরাতে হবে।”