নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের ভারত সফরে ইতিমধ্যেই ৪টি টেস্ট ম্যাচ নিয়ে টেস্ট সিরিজ হয়ে গেছে। যে টেস্ট সিরিজে ভারত ইংল্যান্ডকে ৩-১ হারিয়ে সিরিজ জয় করেছে। প্রথম টেস্টে ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের থেকে জয় ছিনিয়ে নিলেও পরের তিনটি ম্যাচে তারা ঘূর্ণি ট্র্যাকে পড়ে ঘুরে দাঁড়াতে পারেনি। আর এবার এই টেস্ট সিরিজের পর শুরু হচ্ছে T20 সিরিজ।
শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের T20 সিরিজ শুরু। যে সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, রােহিত শর্মা, লােকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ইশান কিষণ, যজুবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, টি. নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর। তবে এদের মধ্যে কারা শুক্রবার মাঠে নামতে পারেন? চলুন দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য একাদশ।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই T20 সিরিজে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে রোহিত শর্মা এবং কে এল রাহুলকে। সেক্ষেত্রে শিখর ধাওয়ান বেঞ্চে থাকবেন। টেস্ট সিরিজে ঘূর্ণি ট্র্যাকেও যথেষ্ট রান করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। রান করার পাশাপাশি তিনি শতরান হাঁকিয়েছেন, যে জায়গায় অন্যান্যদের হিমশিম খেতে হয়েছে। যে কারণে হিটম্যানকে ছাড়া T20 ম্যাচে ওপেনিং ভাবার সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের।
[aaroporuntag]
রোহিত শর্মার সাথে কে এল রাহুল ওপেনিং জুটিতে নামার পাশাপাশি তিন নম্বরে দেখা দিতে পারে অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়াও প্রথম একাদশে যাদের সম্ভাবনা প্রবল তারা হলেন শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার।