বাজপাখির মত উড়ে নিশ্চিত ৬ বাঁচিয়ে সুপারহিরো লোকেশ Rahul

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের ভারত সফরে দুই দেশের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুক্রবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ব্রিটিশ শিবিরের দুর্দান্ত পারফরম্যান্সে দৌলতে ভারতীয় দলকে পরাজয় স্বীকার করে নিতে হয়। তবে এই ম্যাচে দেখা গেল লোকেশ রাহুলের একটি দুর্দান্ত ফিল্ডিং। যেখানে তিনি বাজপাখির মত উড়ে নিশ্চিত একটি ছক্কাকে বাঁচিয়ে দিলেন।

Advertisements

এর আগে আমরা এমন বেশ কয়েকটি দুর্দান্ত ফিল্ডিংও দেখেছি। মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসন এই ভাবেই নিশ্চিত ৬ বাঁচিয়েছিলেন। কয়েক মাস আগেই শারজায় আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিকোলাস পুরানকে একইরকমভাবে ফিল্ডিং করতে দেখা গিয়েছিল। তবে এদিনের লোকেশ রাহুলের ফিল্ডিং যেন সেই সকল সমস্ত পরিসংখ্যানকে ছাপিয়ে গেল।

Advertisements

মোতেরায় আয়োজিত এই টি-টোয়েন্টি খেলায় প্রথমে ভারত ব্যাট করে মাত্র ১২৪ রান সংগ্রহ করে। আর ইংল্যান্ড সেই রান তাড়া করতে নামলে পঞ্চম ওভারে এমন দুর্দান্ত ফিল্ডিং দেখা যায় লোকেশ রাহুলের তরফ থেকে। সে সময় জোস বাটলার অক্ষর প্যাটেলের বলকে ৬ হাঁকানোর জন্য বাউন্ডারি লাইনের দিকে তুলে পাঠান।

Advertisements

https://twitter.com/itsdocGG/status/1370402327534837762?s=19

বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা অবস্থায় লোকেশ রাহুল নিজের শরীরকে সম্পূর্ণ হাওয়ায় ভাসিয়ে দিয়ে সেই বল তালুবন্দি করেন। তবে বল তালুবন্দি হলেও তার শরীর বাউন্ডারি লাইন থেকে অনেকটাই বাইরে চলে গেছে। আর এমনটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাওয়াই ভাসমান অবস্থায় সেই বল বাউন্ডারি লাইনের ভিতর ছুঁড়ে দেন। এর ফলে আউট না হলে নিশ্চিত ছক্কা বেঁচে যায়।

https://twitter.com/kunaalydv/status/1370419305737678855?s=19

[aaroporuntag]
জোস বাটলার যেভাবে অক্ষর প্যাটেলের এই বল লং অফের দিকে হাঁকিয়েছিলেন তাতে তিনিও প্রায় ছয়ের জন্যই নিশ্চিত ছিলেন। কিন্তু লোকেশ রাহুলের এমন দুর্দান্ত ফিল্ডিং-এর দৌলতে ছয়ের পরিবর্তে মাত্র ২ রান আসে ইংল্যান্ড এবং জোস বাটলারের খাতায়।

Advertisements