নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ৬টি দেশের প্রাক্তণ ক্রিকেট তারকাদের নিয়ে ভারতে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে বীরেন্দ্র শেবাগকে আগের মত মেজাজে দেখা গেলেও গতকাল অর্থাৎ শনিবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডের বিরুদ্ধে মেজাজে ফিরতে পারেননি। তবে তার পরিপূরক হিসাবে শচীন এবং যুবরাজ দর্শকদের খিদে মিটিয়ে দিলেন।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ১৩তম ম্যাচে শুক্রবার ভারতীয় লেজেন্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। এই খেলায় ভারতীয় লেজেন্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৪ রান। অন্যদিকে এই বড় রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। ভারতীয় লেজেন্ড ৫৬ রানে জয় পায়। ম্যাচের সেরা হন যুবরাজ সিং।
ভারতীয় লেজেন্ড প্রথমে ব্যাট করতে নামলে শচীন তেন্ডুলকরের ব্যাট থেকে আসে ঝোড়ো হাফ সেঞ্চুরি। মাত্র ৩০ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন এবং ৩৭ বলে ৬০ রান করে আউট হন। তার ইনিংসে ধরা পড়ে ৯ টি ৪ এবং ১ টি ৬।
অন্যদিকে যুবরাজ সিং ব্যাট করতে নেমে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেন এবং ২২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে দেখা যায় ২ টি ৪ এবং ৬ টি ৬। যার মধ্যে যুবরাজকে পুরাতন মেজাজে ১৮তম ওভারে ডি’ব্রইনের দ্বিতীয় বল থেকে পঞ্চম বল পর্যন্ত পরপর চারটি ছয় হাঁকাতে দেখা যায়।
Alexa: Show me Best Player of Straight Drive ..??
?#RoadSafetyWorldSeries#SachinTendulkar pic.twitter.com/YbuA6inyxQ— CrickeTendulkar ?? (@CrickeTendulkar) March 13, 2021
Yuvi 4 sixes in 4 balls
Courtesy-colors cineplex #YuvrajSingh #yuvraj #RoadSafetyWorldSeries pic.twitter.com/QnhwOLUbdG— Shubham Thakran (@Shubham_thakran) March 13, 2021
Yuvi goes big,big,big aaaand big. Doing what he is best at doing @YUVSTRONG12 ??#INDLvsSAL #RoadSafetyWorldSeries pic.twitter.com/rmDc6PHZjM
— Lahiru Rupasinghe (@LahiruRupasing7) March 13, 2021
[aaroporuntag]
এর পাশাপাশি এদিনের এই ম্যাচের বদ্রিনাথের ইনিংসও বেশ উল্লেখযোগ্য। বদ্রিনাথ ৩৪ বলে ৪২ রান করেন, তবে তিনি আহত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে ছিল ৪ টি ৪ এবং ২ টি ৬। পাশাপাশি ইউসুফ পাঠান এবং মনপ্রীত গোনির ইনিংস ও বেশ উল্লেখযোগ্য। ইউসুফ পাঠান ২ টি ৪ এবং ২ টি ছক্কার দৌলতে মাত্র ১০ বলে ২৩ রান করেন এবং মনপ্রীত গোনি ৯ বলে ১৬ রান করেন।