‘গরুকে পালে ছুটানোর মত ছুটিয়ে হারাবো’, Anubrata Mondal

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘হারাবো, গরুকে যেমন পালের মধ্যে ছুটিয়ে নিয়ে যায় সেই ভাবে ছুটিয়ে নিয়ে যাবো।’ রবিবার লাভপুরের জামানায় লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের প্রচারে গিয়ে এই ভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisements

এদিন সভায় বক্তব্য রাখার সময় নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি নেতৃত্বকে আক্রমণ করার পাশাপাশি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দিলেন বিরোধীদের ‘গরুর পালে ছুটানোর মত ছুটিয়ে হারানোর’। তবে তিনি ঠিক কাদের উপলক্ষ করে এই হুঁশিয়ারি দিয়েছেন তা স্পষ্ট করেননি। বরং জানিয়েছেন, ‘বুঝে নিতে হয়’। এরই পাশাপাশি তিনি জানান ‘খেলা শুরু হয়ে গেল’।

Advertisements

অন্যদিকে রবিবার বিজেপির তরফ থেকে তৃতীয় পর্যায়ে তৃতীয় ও চতুর্থ দফা নির্বাচনের জন্য মোট ৬৩ জনের প্রার্থী ঘোষণা করে। এই প্রার্থী তালিকায় দেখা যায় একাধিক সাংসদকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেছে নিয়েছে বিজেপি। আর এই সাংসদদের বিধানসভায় প্রার্থী হিসাবে বেছে নেওয়ায় অনুব্রত মণ্ডল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি।

Advertisements

[aaroporuntag]
তিনি কটাক্ষ করে জানিয়েছেন, “জানি সব এমপিদের দাঁড় করিয়েছে। লোক পাচ্ছে না। গোয়াল ফাঁকা। কেউ থাকতে চাইছে না গোলে (গোয়ালে)।” ‘গরুকে ছড়ানোর জন্য পাঁচন দরকার’, এই প্রশ্ন উঠলে অনুব্রতর জবাব, “সেটা পরে দেখা যাবে। ওটা এখানে বলা যাবে না।” পাশাপাশি লাভপুরে দাঁড়িয়ে লকেট চ্যাটার্জি বলে গিয়েছিলেন, “এখানে খেলা হবে না ম্যাজিক হবে”। সেই মন্তব্যের পাল্টা অনুব্রত মণ্ডল বলেন, “ও বোকার মত কথা বলেছে। ওর মিটিং-এ লোক হয় নায়, গুরুত্ব দিতে নারাজ।”

Advertisements