নিজস্ব প্রতিবেদন : দফায় দফায় আলোচনা, আসন নিয়ে দর কষাকষি আর এসবের পর অবশেষে আব্বাস সিদ্দিকীর দল ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলো। সংযুক্ত মোর্চার অংশীদারি হিসাবে তারা ৩৭টি আসনে প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। তবে প্রথম দফায় তারা ২১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
আইএসএফ-এর প্রার্থীদের নাম
সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে আগেই নাম ঘোষণা করা হয়েছিল বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে পীরজাদা বাইজিদ আমিন-এর নাম।
বাঁকুড়ার রায়পুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মিলন মান্ডি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রার্থী হয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রার্থী গৌরাঙ্গ দাস। দক্ষিণ ২৪ পরগনার কুলপির প্রার্থী সিরাজউদ্দিন গাজী। দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের প্রার্থী ডঃ সঞ্চয় সরকার। হাওড়া জগতবল্লভপুরের প্রার্থী আইনজীবী শেখ সাব্বির আহমেদ।
হাওড়া উলুবেরিয়া পূর্বের প্রার্থী আব্বাস উদ্দিন খান। হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মহঃ জলিল। হুগলির হরিপালের প্রার্থী সিমল সোরেন। হাওড়ার খানাকুলের প্রার্থী ফইজুল খান। নদীয়া রানাঘাট উত্তর-পূর্বের প্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস। নদীয়ার কৃষ্ণগঞ্জের প্রার্থী অনুপ মন্ডল। নদীয়ার চাপড়ার প্রার্থী কাঞ্চন মৈত্র। কলকাতার মেটিয়াবুরুজের প্রার্থী নুরুজ্জামান। কলকাতার এন্টালির প্রার্থী প্রফেসর ডঃ মহঃ ইকবাল আলম।
[aaroporuntag]
উত্তর ২৪ পরগনা সন্দেশখালির প্রার্থী বরুন মাহাতো। উত্তর ২৪ পরগনা অশোকনগরের প্রার্থী তাপস চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার আমডাঙার প্রার্থী জামাল উদ্দিন। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তরের প্রার্থী মহঃ মোস্তাকিন। এছাড়াও আব্বাস সিদ্দিকীর দল প্রার্থী দেবে ক্যানিং পূর্ব, জঙ্গিপারা, মধ্যমগ্রাম, হাড়োয়া, ময়ূরেশ্বর, দেগঙ্গা, মগরাহাট ইত্যাদি বিধানসভা কেন্দ্রে।