নিজস্ব প্রতিবেদন : করোনা টিকাকরণ শুরু হলেও স্বস্তি নেই করোনা গ্রাফে। দিন কয়েক ধরেই দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য সময়ের মতো এবারও পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে কলকাতা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সোমবার যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। যা গত দুদিনের তুলনায় অনেকটাই বেশি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১১৮ জন। আর সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭ হাজার ৪৫৫ জন। সুতরাং আক্রান্তের সংখ্যা তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই কম।
অন্যদিকে তালে তাল মিলিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যাও। তবে যেখানে দেশে সংখ্যাটা হু হু করে বাড়ছে সেই জায়গায় রাজ্যের আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কম। রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। শনিবার এই আক্রান্তের সংখ্যা ছিল ২৭৬। আর এই আক্রান্তের সংখ্যার মধ্যেই কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৯৩ জন। কলকাতা ছাড়াও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৯০।
[aaroporuntag]
তবে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যার অধিকাংশই মহারাষ্ট্র সহ দেশের পাঁচটি রাজ্যে। সেই জায়গায় কিছুটা হলেও স্বস্তি রয়েছে বাংলার জন্য। পাশাপাশি এই আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য মহারাষ্ট্র এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের একাধিক শহর এলাকায় লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান পরিবহণের ক্ষেত্রেও নতুন বিধি চালু করেছে কেন্দ্র সরকার।