৩১ মার্চ টাকা পয়সা সংক্রান্ত দুটি বদল ঘটতে চলেছে PNB গ্রাহকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালের ১লা এপ্রিল দেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে মিশে যায় ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক। আর এরপর থেকেই ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্কের সমস্ত শাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা হিসেবে পরিচালিত হতে শুরু করে। বর্তমানে দেশে তাদের ১১ হাজারের বেশি শাখা রয়েছে এবং ১৩ হাজারের বেশি এটিএম রয়েছে।

Advertisements

Advertisements

আর এবার এই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের বদল ঘটতে চলেছে খুব শীঘ্র। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো IFSC/MICR এবং চেকবুক। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে পুরাতন চেকবুক এবং পুরাতন IFSC/MICR কোড কাজ করবে ৩১ মার্চ পর্যন্ত। তারপর নতুন কোড এবং চেকবুক দিয়ে গ্রাহকদের পরিষেবা উঠাতে হবে।

Advertisements

[aaroporuntag]
ব্যাঙ্কের তরফ থেকে এর পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, গ্রাহকরা এর পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের শাখার সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। যদি ব্যাঙ্কের শাখায় যাওয়া সম্ভব না হয় তাহলে তারা অনলাইন অথবা ফোন মারফত গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন। গ্রাহক সেবা প্রতিনিধির সাথে টেলিফোন মারফত যোগাযোগ করার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে যেগুলি হল 18001802222/18001032222।

Advertisements