কোটি কোটি টাকার মালিক বিজেপি প্রার্থী Bharati Ghosh, প্রকাশ্যে এলো হলফনামায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তণ এই আইপিএস অফিসার একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের আইপিএস অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক তলানীতে থেকে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে সরকারি চাকরি ছেড়ে ভারতী ঘোষ রাজনীতিতে যোগ দেন, তাও আবার তৃণমূলের বিরোধী দল গেরুয়া শিবিরে। আর এখন তিনি সেই দলেরই অন্যতম মুখ হয়ে উঠেছেন।

Advertisements

Advertisements

গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। যদিও সেই নির্বাচনে তাকে পরাজয়ের মুখ দেখতে হয় তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা দেব-এর কাছে। তবে বিজেপি এখনো ভারতী ঘোষকে নিয়ে হাল ছাড়েনি। তাকে পুনরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। তিনি আসন্ন বিধানসভায় মেদিনীপুর ডেবরায় মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী প্রাক্তণ আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

Advertisements

ভারতী ঘোষ ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে হলফনামা জমা দিয়েছেন। যে হলফনামা থেকেই প্রকাশ্যে এসেছে বর্তমানে তিনি কত টাকার মালিক। হলফনামা থেকে জানা যাচ্ছে তিনি এবং তার স্বামী দুজনেই কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী। পাশাপাশি তাদের এই আয়ের উৎসও জানা গিয়েছে হলফনামা থেকে।

হলফনামা অনুযায়ী বর্তমানে ভারতী ঘোষের হাতে নগদ টাকা রয়েছে মাত্র ২০ হাজার ৮০০ টাকা এবং তার স্বামীর হাতে রয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৪৩০ টাকা। তাদের দুজনের মোট গয়নার বর্তমান বাজার দর যথাক্রমে ৩৮ লক্ষ ২২ হাজার টাকা এবং ২৫ লক্ষ ২০ হাজার টাকা।

স্থায়ী আমানত হিসাবে ভারতী ঘোষের আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইউকো ব্যাঙ্কের পাশাপাশি আমেরিকার নিউ ইয়র্কের ইউএনএফকো ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ৯৪ হাজার ২১৪ টাকা। তার স্বামীর স্থায়ী আমানত রয়েছে ২০টি ব্যাঙ্ক মিলিয়ে আছে ১ কোটি ৯৭ লক্ষ ৪৩ হাজার ২৫১ টাকা। এছাড়াও তাদের যৌথ অ্যাকাউন্টে রয়েছে ৪৫ হাজার ৬৪৬ টাকা।

দুজনের মোট ৮৩টি সংস্থায় বিনিয়োগ রয়েছে। যে বিনিয়োগের পরিমাণ ভারতী ঘোষের ৫৮ লক্ষ ৪৭ হাজার ৩৯৩ টাকা এবং তার স্বামীর ৮৪ লক্ষ ৬২ হাজার ৫৯১ টাকা। এছাড়াও ভারতী ঘোষের জিপিএফ খাতে রয়েছে ১১ লক্ষ ৪ হাজার ২৮৫ টাকা এবং তার স্বামীর জাতীয় পেনশন খাতে ৭৭ লক্ষ ২৭ হাজার ৫৭ টাকা। ব্যক্তিগতভাবে ভারতী ঘোষের কোনদিন না থাকলেও তার স্বামীর দুটি ঋণ রয়েছে যেগুলি হল ৪১ লক্ষ ২০ হাজার ২০ টাকার ব্যাক্তিগত এবং ১৬ লক্ষ ৪ হাজার ১৪৭ টাকার। এর মধ্যে ২০ লক্ষ টাকা ঋণ শোধ করা হয়েছে।

এছাড়াও ভারতী ঘোষের চাষযোগ্য জমির বর্তমান বাজার দর হলো ১ কোটি ৬ লক্ষ ১৫ হাজার ৯২০ টাকা। তার স্বামীর চাষযোগ্য জমির বাজার দরের পরিমাণ ৮৫ লক্ষ ১ হাজার ৪৬ টাকা। পাশাপাশি ভারতী ঘোষের স্বামীর চাষ যোগ্য নয় যে সকল জমি রয়েছে তার বাজার দর হলো ১ কোটি ৯১ লক্ষ ১৯ হাজার ৬৫৪ টাকা।

ভারতী ঘোষের নামে একাধিক বাড়িঘর ও ফ্ল্যাট রয়েছে। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতার শরৎ চ্যাটার্জি রোডে একটি বহুতলের সম্পূর্ণ তিন তলা, শরৎ চ্যাটার্জি রোডে আরও একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোর, মাদুরদহে পার্কিং সহ একটি বহুতলের ৫টি ফ্ল্যাট, নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডের একটি আবাসনের ৭ তলায় একটি ফ্ল্যাট, গড়িয়া নাকতলায় দুর্গা প্রসন্ন পরমহংস রোডে একটি দোতলা বাড়ি রয়েছে। এগুলির বেশিরভাগই রয়েছে ভারতী ঘোষ এবং তার স্বামীর নামে।

ব্যক্তিগতভাবে ভারতী ঘোষের কোনো গাড়ি নেই। তবে তার কোন গাড়ি না থাকলেও তার স্বামীর চারটি গাড়ি রয়েছে। যে গাড়িগুলির বর্তমান বাজারদর হলো ১৮ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। আর এই সমস্ত কিছু মিলে হলফনামায় ভারতী ঘোষ যা পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে তার মোট সম্পত্তির পরিমাণ হল ১০ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৮৩১ টাকা এবং তার স্বামীর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ১১ লক্ষ ২০ হাজার ৪৮০ টাকা।

[aaroporuntag]
আর ভারতী ঘোষের এই বিপুল পরিমাণ অর্থের আয়ের উৎস হলো উচ্চপদস্থ সরকারি চাকরি। তিনি ১৯৯৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারি পদে ছিলেন। আর এই দীর্ঘ প্রায় ২৩ বছরের চাকুরী জীবনে তাদের এই সঞ্চয় বলে জানা গিয়েছে।

Advertisements