হাতেগোনা কয়েকটা দিন, ৫ নিয়মের বদল ঘটতে চলেছে Income Tax Return-এ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি মাসে পেশ করা বাজেট অধিবেশনে জানানো হয়েছিল Income Tax Return এর ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন আনার কথা। ঘোষণা মত Income Tax Return-এর ক্ষেত্রে যেসকল নিয়মের পরিবর্তন হচ্ছে তা কার্যকর হবে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকে। যে কারণে হাতেগোনা কয়েকটা দিন থাকতেই এই সকল পরিবর্তনের বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন।

Advertisements

Advertisements

১) PF : পিএফ বাবদ আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে এবার থেকে তা করের আওতায় পড়ে যাবে। তবে সংস্থার তরফ থেকে যে টাকা জমা দেওয়া হয় তা ধরা হবে না। বাকি বরাদ্দের উপর আড়াই লক্ষ টাকা হলে যে সুদ আসে এসেই সুদের উপর কর বসানো হবে। মাসে দু’লক্ষ টাকার কম আয় করা কোন ব্যক্তির উপর এর প্রভাব পড়বে না।

Advertisements

২) TDS : বেশি সংখ্যক নাগরিককে আয় করের আওতায় আনার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে TDS ও TCS বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দুটি নতুন সেকশন যোগ করা হয়েছে 206AB ও 206CCA, যাতে করে যারা আয়কর ফাইল করবেন না তাদের অতিরিক্ত TDS ও TCS দিতে হবে।

৩) প্রবীণ নাগরিকদের জন্য আয়কর নীতি : চলতি বছর বাজেটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল দেশের যে সমস্ত প্রবীণ নাগরিকরা ৭৫ বছরের বেশি বয়স্ক তাদের আয়কর জমা দিতে হবে না। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, এই সকল প্রবীণ নাগরিকদের অধিকাংশ পেনশন এবং পেনশনের সুদের উপর নির্ভরশীল।

৪) প্রি ফিলড আয়কর রিটার্ন ফর্ম : কর প্রদানের ব্যবস্থাকে আরও সহজ থেকে সহজতর করার জন্য এবার থেকে আয়কর জমা দেওয়া নাগরিকদের দেওয়া হবে প্রি ফিলড আয়কর রিটার্ন ফর্ম। যেখানে আগে থেকেই সমস্ত তথ্য যেমন আয়, সুদ ইত্যাদি।

[aaroporuntag]
৫) LTC : LTC অর্থাৎ লিভ ট্রাভেল কনসেশন-এর ভাতার ক্ষেত্রে আর কর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। গতবছর লকডাউন চলাকালীন এই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। আর এবার তা কার্যকর হতে চলেছে এপ্রিল থেকে।

Advertisements