Suvendu-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, খোয়া যেতে পারে প্রার্থীপদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বিতায় নেমেই শুভেন্দু অধিকারীকে বেশ কয়েকটি গোল দিতে দেখা যায়। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র বাতিলের দাবি তুলেছিলেন কমিশনের কাছে ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য লুকানোর অভিযোগ এনে। যদিও তা হয়নি, তবে এবার তার বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠলো যাতে তারই ভোটাধিকার খোয়া যেতে পারে।

Advertisements

Advertisements

তৃণমূলের তরফ থেকে এমন বিস্ফোরক অভিযোগ করার পাশাপাশি তারা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছে। তৃণমূলের তরফ থেকে কমিশনে অভিযোগ করা হয়েছে, হলদিয়া এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা এলাকায় ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। কিন্তু শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করার সময় কেবলমাত্র নন্দীগ্রামের ভোটার হিসেবে নিজেকে দেখিয়েছেন। অর্থাৎ তথ্য গোপনের পাশাপাশি তৃণমূলের আরও অভিযোগ, নন্দীগ্রামের ভোটার তালিকায় বৈধভাবে নাম তোলা হয়নি শুভেন্দুর।

Advertisements

মনোনয়নপত্র শুভেন্দু অধিকারী নিজেকে নন্দীগ্রামের নন্দনায়কবর গ্রামের বাসিন্দা বলে ঘোষণা করেছেন। কিন্তু সংশ্লিষ্ট এলাকার BLO সূত্রে জানা যাচ্ছে, ওই গ্রামের নির্দিষ্ট বাড়িতে শুভেন্দু অধিকারীকে গত ছয় মাস ধরে দেখা যায়নি। তাই তিনি ওই এলাকার বাসিন্দা হিসাবে গণ্য হবেন না। এমনকি এটাও জানা যাচ্ছে প্রয়োজনীয় দুটি সরকারি নথি জমা করতে পারেননি শুভেন্দু অধিকারী।

[aaroporuntag]
আর এই মুহুর্তে যখন রাজ্য রাজনীতি হটস্পট হয়ে উঠেছে নন্দীগ্রাম সেই সময় তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই সকল অভিযোগকে হাতিয়ার করে কমিশনের দ্বারস্থ হতে দেখা গেল। তৃণমূলের তরফ থেকে ভোটাধিকার বাতিলের পাশাপাশি প্রার্থীপদ বাতিলের আর্জিও জানানো হয়েছে কমিশনের কাছে।

Advertisements