নিজস্ব প্রতিবেদন : দেশের আমজনতাদের মধ্যে সব সময় কৌতুহল থাকে রাজনৈতিক নেতা-নেত্রীদের সম্পত্তি নিয়ে। তারা কত টাকার মালিক সচরাচর জানা না গেলেও তা জানা যায় যখন তারা ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন। আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে তাদের হলফনামা পেশ করতে হয়। যে হলফনামাতে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানানোর পাশাপাশি অন্যান্য একাধিক তথ্য পেশ করতে হয়।
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি এবার বিজেপির প্রার্থী হয়েছেন ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে। প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা করেছেন আর সেই মনোনয়নপত্র জমা করার সময় যে হলফনামা তিনি পেশ করেছেন তা থেকেই তার এবং তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ জানা যাচ্ছে।
১০ বছর ধরে থাকা মন্ত্রী রাজীব ব্যানার্জি হলফনামায় পেশ যা করেছেন তাতে তিনি নিজেকে পূর্ণ সময়ের জন্য রাজনীতিবিদ এবং সমাজসেবী বলে উল্লেখ করেছেন। তার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা এমনটাই উল্লেখ রয়েছে হলফনামায়।
বিজেপি নেতা রাজিব ব্যানার্জি যে হলফনামা পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে রাজিব ব্যানার্জির অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮,৩৭,০৬৬.৭৯ টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০,৮২,১৬৩.২১ টাকা৷ মনোনয়নপত্র পেশ করার সময় তিনি জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে ১৯,৭৮০ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১০ হাজার টাকা।
রাজিব ব্যানার্জির মোট গয়নার পরিমাণ ৩০৮.২৬ গ্রাম সোনা এবং তার স্ত্রীর মোট গয়নার পরিমাণ ৩৫৩.৫৬ গ্রাম সোনা৷ অন্যদিকে তার স্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৩৯,৬৫,০০০ টাকা। তবে তার আর কোনো জমি নেই কৃষি অথবা অকৃষির।
[aaroporuntag]
শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে গিয়ে রাজিব ব্যানার্জী হলফনামায় যা উল্লেখ করেছেন তাতে জানা যাচ্ছে, তিনি ১৯৮৮ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অনার্স স্নাতক এবং ১৯৯৫ সালে IIMI থেকে MBA পাশ করেছেন।