নিজস্ব প্রতিবেদন : বাংলাকে পাখির চোখ করে বৃহস্পতিবার ভোটের প্রচারে পুরুলিয়ায় পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারে আসা মানেই বিজেপি শাসকদল এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানাবেন এটাই স্বাভাবিক। আর সেটাই হলো। মোদি এদিন ১০ বানে বিঁধলেন তৃণমূলকে। তবে এর পাশাপাশি তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেন এবং বলেন, ‘দিদি আহত। আমার চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
১) দিদি বলছেন ‘খেলা হবে’। আর বিজেপি বলছে বিকাশ হবে। বিজেপি বলছে শিক্ষা হবে, মহিলাদের উত্থান হবে। বিজেপি বলছে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। ১০ বছর ধরে বাংলার ভাইবোনেরা চিন্তার খেলা খেলেছেন সেই খেলার অবসান হবে।
২) ১০ বছরের দুর্নীতির সাজা হবে এই নির্বাচনে।
৩) পুলওয়ামা ঘটনার সময় আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কাদের সাথে ছিলেন সেটা সকলেই জানে। দেশের সেনাদের বিরুদ্ধে কথা বলেছেন দিদি।
৪) লকডাউনের সময় কেন্দ্র থেকে সস্তায় যে সকল সস্তায় চাল পাঠানো হয়েছিল তা লুট করেছে দিদির লোকেরা।
৫) অনুপ্রবেশের পিছনে তোষণের রাজনীতি রয়েছে। ১০ বছর ধরে তোষণের রাজনীতি করছে তৃণমূল।
৬) টিএমসি মানে হল ট্রানস্ফার মাই কমিশন। কমিশনের জন্যই আয়ুষ্মান ভারত চালু হয় নাই।
৭) চাল চুরির খেলা চালু থাকুক দিদি চায়। আমরা চাই এই খেলার অবসান হোক। চুরির খেলা চলবে না।
৮) দিদি আমার প্রতি রাগ দেখাচ্ছেন। কিন্তু উনি ভারতের মহিলা। উনার প্রতি আমার শ্রদ্ধা আছে।
৯) বিজেপি কার্যকর্তাদের নিশানা করছে তৃণমূল। অপ’রাধীরা জেলে থাকে না। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন তৈরি হবে।
[aaroporuntag]
১০) ১০ বছর পরও পুরুলিয়ায় জল প্রকল্প তৈরি হয়নি। এর জবাব কে দেবে দিদি? কাজের হিসেব দিন দিদি।