নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে নতুন করে ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এই ১৪৮ জন প্রার্থীর সাথে সাথেই উঠে এলো বীরভূমের ১১ জন প্রার্থীর নাম। চলুন দেখে নেওয়া যাক বীরভূমে তারা হলেন বিজেপি প্রার্থী।
দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে টিকিট পেলেন অনুপ সাহা।
সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট পেলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
বোলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে টিকিট পেলেন ডঃ অনির্বাণ গাঙ্গুলি।
নানুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকিট পেয়েছেন তারক সাহা।
লাভপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পেয়েছেন বিশ্বজিৎ মন্ডল।
সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পেলেন প্রিয়া সাহা।
ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পেয়েছেন শ্যামাপদ মন্ডল।
রামপুরহাট বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে টিকিট পেলেন শুভাশিস চৌধুরী।
হাঁসন বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন নিখিল ব্যানার্জি।
নলহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পেয়েছেন তপন কুমার যাদব।
মুরারই বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দেবাশীষ রায়।
[aaroporuntag]
প্রসঙ্গত, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাওয়া শ্যামাপদ মন্ডল এর আগে বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি বেশ কয়েক বছর জেলার সভাপতিত্ব সামলানোর পর মাস কয়েক আগেই তার জায়গায় জেলা সভাপতি করা হয় ধ্রুব সাহাকে।