৭০০০ টাকাও নেই অ্যাকাউন্টে, রইলো বিজেপি প্রার্থী চন্দনার মোট সম্পত্তির হিসেব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এমন একজন প্রার্থীকে তুলে ধরেছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০০ টাকাও নেই। এমনকি স্থাবর-অস্থাবর সম্পত্তি বলে দিচ্ছে কতটা অভাব-অনটনের মধ্যে কাটে তাদের। বিজেপির এই প্রার্থী হলেন বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রের চন্দনা বাউড়ি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিধায়কদের সামনে মাত্র কয়েক হাজার টাকা হাতে নিয়েই এই প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতায়। চলুন দেখে নেওয়া যাক দিনমজুর এই বিজেপি প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ।

Advertisements
চন্দনা বাউড়ি

বিজেপি প্রার্থী চন্দনা বাউরির ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬ হাজার ৩৩৫ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১, ৯৮৫ টাকা। আর বাকি সম্পত্তি বলতে রয়েছে ৩টি ছাগল, ৩টি গরু এবং একটি কুঁড়েঘর। তাঁর স্বামীর অ্যাকাউন্টে রয়েছে ১,৫৬১ টাকা। তাঁর স্বামী একজন দিনমজুর। কাজের উপর ভিত্তি করে আয় হয়। কাজ থাকলে দৈনিক আয় সর্বাধিক ৪০০ টাকা।

Advertisements

মনোনয়ন পেশ করার সময় চন্দনা বাউড়ি হলফনামা জমা দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন, তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১,৯৮৫ টাকা। অন্যদিকে তার স্বামী শ্রাবণ বাউড়ির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০,৩১১ টাকা। তাদের দুজনের কারোর কোন রকম কৃষি জমি নেই।

Advertisements

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা গিয়েছে চন্দনা বাউরি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। অন্যদিকে তার স্বামী শ্রাবণ বাউড়ি পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রী দুজনেরই এমজিএনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের জব কার্ড রয়েছে।

কিন্তু কীভাবে চন্দনা দীনদরিদ্র পরিবার থেকে আজ বিজেপি প্রার্থী?

[aaroporuntag]
চন্দনা বাউরির স্বামী স্বপন বাউরি আগে ফরওয়ার্ড ব্লক করতেন। কিন্তু ২০১১ সালে রাজ্যের তৃণমূল সরকার আসার পর তৃণমূল নেতাকর্মীরা তাকে হয়রানি করে। এরপর তিনি সিদ্ধান্ত নিয়ে সপরিবারে বিজেপিতে যোগ দেন। আর তারপর থেকেই দীর্ঘদিন দলের প্রতি আনুগত্য দেখানোর ফলস্বরূপ এই বছর ভোটের ময়দানে টিকিট পেয়েছেন চন্দনা বাউরী।

Advertisements