কেউ কোটিপতি, কেউ শূন্য, প্রথম দফা ভোটে প্রার্থীদের মজাদার সম্পত্তির হলফনামা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ২৭শে মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের মধ্য দিয়ে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই প্রথম দফা ভোটে ভোট হবে মাত্র ৫ জেলায়। আর এই পাঁচ জেলাতে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯ জন প্রার্থী রয়েছেন কোটিপতি। দরিদ্র দেশ, রাজ্যে যা বেশ উল্লেখযোগ্য।

Advertisements

প্রথম দফার ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ৩০টি আসনে। আর এই সকল আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৯১ জন প্রার্থী। যাদের মধ্য থেকেই ১৯ জন প্রার্থীকে খুঁজে পাওয়া গিয়েছে যারা কোটিপতি। আবার এমনও ৪ জন প্রার্থী রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ শূন্য অর্থাৎ কিছুই নেই।

Advertisements

জানা গিয়েছে তৃণমূলের ২৯ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী কোটিপতি। বিজেপির ২৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী কোটিপতি। কোটিপতির এই তালিকায় সিপিআইএমের ১৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২ জন, কংগ্রেসের ৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২ জন, এছাড়াও বিএসপি এবং এসইউসিআই-এরও একজন করে কোটিপতি প্রার্থী রয়েছেন।

Advertisements

এই সকল কোটিপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বিত্তবান হলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তি। তিনি ১০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। দ্বিতীয় সবচেয়ে বেশি বিত্তবান বিজেপিরই কাঁথি উত্তরের প্রার্থী সুমিতা সিনহা। তার মোট সম্পদ ৪ কোটি টাকারও বেশি। কোটিপতির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূলের খড়গপুরের প্রার্থী দীনেন রায়। তিনি ৩ কোটি ৭০ লক্ষ টাকার মালিক।

[aaroporuntag]
অন্যদিকে যে চারজন প্রার্থী নিজেদের কোনো সম্পদ নেই বলেই হলফনামায় উল্লেখ করেছেন। তারা হলেন পুরুলিয়ার বিএসপি প্রার্থী অনাদি টুডু, মানস সর্দার, এসইউসিআই-এর প্রার্থী দীপক কুমার ও ভগীরথ মাহাতো। এর পাশাপাশি সবচেয়ে কম সম্পদের মালিক বলে হলফনামায় জানিয়েছেন দুজন প্রার্থী। যারা হলেন পুরুলিয়ার এসইউসিআই প্রার্থী স্বপন মুর্মু এবং ঝাড়গ্রামের এসইউসিআই প্রার্থী রাজিব মুদি। এরা দুজনেই ৫০০ টাকা করে সম্পদের মালিক বলে হলফনামায় দাবি করেছেন।

Advertisements