হোলি উপলক্ষে ৩৩টি স্পেশাল ট্রেন, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উৎসব স্পেশাল ট্রেন হিসাবে হোলি উপলক্ষে ভারতীয় রেলের তরফ থেকে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল ট্রেনগুলির মধ্যে ৩৩টির বেশী ট্রেনের তালিকা আমাদের হাতে এসেছে। এছাড়াও বেশকিছু স্পেশাল ট্রেন চলাচল আরও তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সকল ট্রেনের তালিকা।

Advertisements

Advertisements

১) ০৩৫১২ আসানসোল থেকে টাটানগর। চলবে ররিবার, মঙ্গলবার ও শুক্রবার।

Advertisements

২) ০৩৫১১ টাটানগর থেকে আসানসোল। চলবে ররিবার, মঙ্গলবার ও শুক্রবার।

৩) ০৩৫০৯ আসানসোল থেকে গোন্ডা। চলবে সোমবার।

৪) ০৩৫১০ গোন্ডা থেকে আসানসোল। চলবে বুধবার।

৫) ০৩৫০৭ আসানসোল থেকে গোরখপুর। চলবে শুক্রবার।

৬) ০৩৫০৮ গোরখপুর থেকে আসানসোল। চলবে শনিবার।

৭) ০২৩৩৫ ভাগলপুর থেকে লোকমান্য তিলক। প্রতিদিন চলবে।

৮) ০২৩৩৬ লোকমান্য তিলক থেকে ভাগলপুর স্পেশাল ট্রেন। চলবে প্রতিদিন।

৯) ০৩৪০২ দানাপুর থেকে ভাগলপুর। প্রতিদিন চলবে।

১০) ০৩৪১৯ ভাগলপুর থেকে মুজফফরপুর। প্রতিদিন চলবে।

১১) ০৩৪২০ মুজফফরপুর থেকে ভাগলপুর। প্রতিদিন চলবে।

১২) ০৩০২৩ হাওড়া থেকে গয়া, সাহেবগঞ্জ হয়ে। চলবে প্রতিদিন।

১৩) ০৩০২৪ গয়া থেকে হাওড়া। সাহেবগঞ্জ হয়ে। প্রতিদিন চলবে।

১৪) ০২৩১৫ কলকাতা থেকে উদয়পুর। চলবে বৃহস্পতিবার।

১৫) ০২৩১৬ উদয়পুর থেকে কলকাতা। চলবে সোমবার।

১৬) ০২৩৬১ আসানসোল থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বই। চলবে রবিবার।

১৭) ০২৩৬২ ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বই থেকে আসানসোল। চলবে বুধবার।

১৮) ০৩০০২ সিউড়ি থেকে হাওড়া। প্রতিদিন চলবে।

১৯) ০৩৫০৬ আসানসোল থেকে দিঘা। চলবে রবিবার।

২০) ০৩৫০৫ দিঘা থেকে আসানসোল। চলবে ররিবার।

২১) ০৩৪১৮ মালদহ টাউন থেকে দিঘা। চলবে বৃহস্পতিবার।

২২) ০৩৪১৭ দিঘা থেকে মালদহ টাউন। চলবে বৃহস্পতিবার।

২৩) ০৩৪২৫ মালদহ টাউন থেকে সুরাত। চলবে শনিবার।

২৪) ০৩৪১৫ মালদহ টাউন থেকে পাটনা। চলবে বুধবার, শুক্রবার এবং রবিবার।

২৫) ০৩৪১৬ পাটনা থেকে মালদহ টাউন। চলবে বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার।

২৬) ০৩১৬৫ কলকাতা থেকে সীতামাঢ়ি। চলবে শনিবার।

২৭) ০৩১৬৬ সীতামাঢ়ি থেকে কলকাতা। চলবে রবিবার।

২৮) ০৩৫০২ আসানসোল থেকে হলদিয়া। রবিবার বাদে প্রতিদিন চলবে।

২৯) ০৩৫০১ হলদিয়া থেকে আসানসোল। রবিবার বাদে প্রতিদিন চলবে।

৩০) ০৪৫২০ নাঙ্গাল ড্যাম থেকে কলকাতা সুপারফাস্ট। ডানকুনি হয়ে। চলবে শনিবার।

৩১) ০৪৫১৯ কলকাতা থেকে নাঙ্গাল ড্যাম সুপারফাস্ট। ডানকুনি হয়ে। চলবে সোমবার।

৩২) ০৪২২২ লখনউ থেকে কলকাতা এক্সপ্রেস। ব্যান্ডেল হয়ে। চলবে মঙ্গলবার এবং শুক্রবার।

৩৩) ০৪২২১ কলকাতা থেকে লখনউ এক্সপ্রেস। ব্যান্ডেল হয়ে। চলবে বুধবার এবং শনিবার।

[aaroporuntag]
এছাড়াও একাধিক উৎসব স্পেশাল ট্রেনগুলির চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। যেগুলি পূর্ব রেল ট্যুইট করে জানিয়েছে।

Advertisements