নিখরচায় বাসযাত্রা, ৫ টাকায় তিনবেলা খাবার, বিজেপির ইস্তেহারের সেরা ১৫টি প্রতিশ্রুতি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসনভার ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে দলীয় ইস্তেহারে চমক দিয়েছিলেন। আর তার পাল্টা গেরুয়া শিবির তাদের ইস্তেহারে ডবল চমক দিলো। রবিবার বঙ্গ ভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে ইস্তেহারে সামনে এলো নিখরচায় মহিলাদের বাসযাত্রা থেকে ৫ টাকায় তিন বেলা পুষ্টিকর খাবারের মত সেরা ১৫টি প্রতিশ্রুতি।

Advertisements

Advertisements

১) রাজ্যের মহিলাদের নিখরচায় শিক্ষার ব্যবস্থা করবে বিজেপি যদি তারা সরকারে আসে। একেবারে কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত মহিলাদের বিনা খরচে পড়ানোর প্রতিশ্রুতি দিলো বিজেপি।

Advertisements

২) ‘বালিকা আলো’ নামে একটি প্রকল্পের মাধ্যমে মহিলাদের পড়াশোনার জন্য এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে।

৩) মহিলাদের কর্মক্ষেত্রে সুযোগ করে দেওয়ার জন্য ৩৩% সংরক্ষণ করা হবে।

৪) বিধবাদের জন্য ৫০০০ টাকা করে ভাতার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৫) সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।

৬) মৎস্যজীবী ভূমিহীন প্রান্তিক কৃষকদের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা। পাশাপাশি ৬ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করা হলো বিজেপির সংকল্প পত্রে।

৭) শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করতে দেখা গেল সংকল্প পত্রে।

৮) তিনটি AIIMS তৈরি হবে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে। চালু হবে কাদম্বিনী গাঙ্গুলী স্বাস্থ্য যোজনা।

৯) নার্সিংয়ের ক্ষেত্রে আসন সংখ্যা দ্বিগুণ করা হবে ২০২৪ সালের মধ্যে।

১০) আশা কর্মীদের ভাতা ৬০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।

১১) পুরোহিতদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা ঘোষণা হল সংকল্প পত্রে। গঠন করা হবে পুরোহিত কল্যাণ বোর্ড।

১২) মাত্র ৫ টাকায় তিন বেলা পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে অন্নপূর্ণা আহার কেন্দ্র থেকে।

১৩) রেশন গ্রহীতাদের ১ টাকায় চাল এবং ৩ টাকায় চিনি সরবরাহ করা হবে।

১৪) চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে করা হবে ৩৫০ টাকা।

১৫) দলিত আদিবাসী ছাত্রীদের ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার টাকা, নবম শ্রেণিতে ৫ হাজার টাকা, একাদশ শ্রেণিতে ৭ হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণি পাশ করলে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

[aaroporuntag]
ভোটের আগে এই ভুরিভুরি প্রতিশ্রুতি প্রসঙ্গে নানান প্রশ্ন উঠলেও অমিত শাহ দাবি করেছেন, “রাজ্যের মোট বাজেটের ১৫% টাকা দিয়েই এই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে।”

Advertisements