প্রার্থী বদল সহ বিজেপি আরও ১৩ জনের নাম প্রকাশ করলো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা ভোটের আগে সব কটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা সম্পূর্ণ করলো বিজেপি। নতুন করে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করার পাশাপাশি বিজেপির তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী বদল করাও হয়েছে। আর এর পরেই বিজেপি রাজ্যের সব কটি আসনে প্রার্থী ঘোষণা সম্পূর্ণ করলো।

Advertisements

যে দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে সেই দুটি বিধানসভা কেন্দ্র হল চৌরঙ্গী এবং কাশিপুর বেলগাছিয়া। এই দুই কেন্দ্রে বিজেপির তরফ থেকে এর আগে প্রার্থী করা হয়েছিল কংগ্রেস নেতা সৌমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে। কিন্তু পরে দুজনেই বিজেপির সাথে যোগাযোগ রাখা এবং বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করে ভোটে দাঁড়াতে নারাজ হন। এই দুই কেন্দ্রে যাদের প্রার্থী করা হলো তারা হলেন কাশীপুর-বেলগাছিয়াতে শিবাজী সিংহ রায় এবং চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী হলেন দেবব্রত মাজিকে।

Advertisements

নতুন ১৩ জন প্রার্থীর নাম

Advertisements

[aaroporuntag]
অন্যদিকে বিজেপির প্রার্থী তালিকায় কোন মতুয়া সম্প্রদায়ের সদস্য স্থান না পাওয়ার কারণে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভও প্রশমিত হলো এই প্রার্থী তালিকায়। নতুন এই প্রার্থী তালিকায় জায়গা হল সুব্রত ঠাকুরের। অন্যদিকে আবার তৃণমূল থেকে আসা বিদায়ী বিধায়ক বিশ্বজিৎ দাসও প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন। তবে উল্লেখযোগ্যভাবে দিন কয়েক ধরেই মিঠুন চক্রবর্তীর প্রার্থী হওয়ার যে জল্পনা চলছিল তার অবসান ঘটলো এদিন। প্রার্থী তালিকায় নাম দেখা গেল না মিঠুন চক্রবর্তীর।

Advertisements