নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো ১৩০ কোটির বেশি জনবহুল দেশে প্রতিনিয়ত নতুন নতুন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। আর সেই সকল ঘটনা আমজনতার হাতের মুঠোয় চলে আসছে স্মার্টফোনের দৌলতে। হাতের মুঠোয় সেই সকল ঘটনা আসার পাশাপাশি সেগুলি তাদের মন জয়ও করছে। যে কারণে সেই সকল ঘটনার টুকরো টুকরো ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বিয়ের পর এক কনেকে বরকে গাড়িতে চাপিয়ে নিজেই ড্রাইভ করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিতে। বর্তমান বিয়ের মরশুমে এমন একাধিক বিয়ের ভিডিও নেটিজেনদের মন জয় করলেও এই ভিডিওটি মন জয় করার পাশাপাশি আলাদা বার্তা বহন করছে।
কারণ ভারতের মতো দেশে বিয়ের অনুষ্ঠানের পর কনেদের শ্বশুরবাড়ি যেতে হয়। আর এই শ্বশুরবাড়ি যাওয়ার সময় তাদের চোখের জল ফেলতে দেখা যায়। চোখের জল ফেলার পাশাপাশি তারা এতটাই শোকে বিহ্বল হয়ে পড়েন যে কোন মতেই মন টানে না নতুন জায়গা যাওয়ার জন্য। তাদের মাথায় ঘুরতে থাকে কিভাবে নতুন পরিবেশে নতুনদের সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে তুলবেন। আর এই সকল ধ্যান-ধারণাকে যেন এক নিমেষে ভেঙ্গে দিলো এই ভিডিও।
[aaroporuntag]
ভিডিওতে ওই কনেকে যেমন নিজে বরকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিতে দেখা যাচ্ছে, ঠিক তেমনই তাকে বেশ হাসিখুশি ভাবেও লক্ষ্য করা যাচ্ছে। আর এই ভিডিও দেখে বলাই বাহুল্য দীর্ঘদিনের বস্তা পচা নিয়মের ফুৎকার হচ্ছে আধুনিক যুগে। বলাই বাহুল্য যুগের পরিবর্তন ঘটছে। আর এই যুগের পরিবর্তন ঘটানোর জন্য ওই কনে এবং তার পরিবারের যে আধুনিকতা তা যেন দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এমনটাই মনে করছেন নেটিজেনরা। যাতে করে বিবাহের মতো শুভ অনুষ্ঠান শেষে চোখের জলে যেন বিদায় দিতে না হয় ঘরের মেয়েকে। হাসি মুখেই হোক সমস্ত অনুষ্ঠান।