নিজস্ব প্রতিবেদন : বীরভূমের ভোট এখনো অনেকটা দেরি হলেও ইতিমধ্যেই রাজনৈতিক তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। দফায় দফায় পরপর দুটি ঘটনায় মঙ্গলবার উত্তাপ বাড়লো কেষ্ট গড়ে। এদিন প্রথম ঘটনাটি ঘটে পাঁড়ুইয়ের সাত্তোর গ্রামে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে নানুরের বাসা পাড়ায়।
পাঁড়ুইয়ের সাত্তোর গ্রামে বিজেপি কর্মীদের টাঙ্গানো বিজেপির পতাকা ফ্লেক্স এবং অন্যান্য প্রচার সামগ্রী ছেড়ে দেওয়ার অভিযোগ তোলেন এলাকার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ তৃণমূলের দিকে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় পাঁড়ুই।
অন্যদিকে একই দিনে নানুরের বাসা পাড়ায় বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা যখন তাদের প্রার্থী নিয়ে এলাকায় মিছিল করছিলেন সেই সময় স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বন্দুক নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ধাওয়া করে। যার পরেই ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা।
[aaroporuntag]
অন্যদিকে এই ঘটনার সময় প্রথমদিকে বিজেপির কর্মী-সমর্থকেরা প্রথমে ছত্রভঙ্গ হয়ে পড়লেও পরে তারা বাঁশ লাঠি নিয়ে তৃনমূল কার্যালয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি ভয়ানক রূপ নেওয়ার আগেই তড়িঘড়ি নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে।