করোনা নিয়ন্ত্রণে ১লা এপ্রিল থেকে নয়া নিয়ম জারি করছে কেন্দ্র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতীয় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দিকে তাকিয়ে করোনা নিয়ন্ত্রণের জন্য আগামী ১লা এপ্রিল থেকে নয়া নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন এই গাইডলাইন প্রকাশ করা হয়। নতুন এই গাইডলাইন বা নির্দেশিকা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

Advertisements

Advertisements

নতুন নির্দেশিকায় কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত টেস্ট ট্র্যাক ট্রিট প্রোটোকলের উপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যাতে এই প্রোটোকল মেনে চলে তার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে যাতে সকলেই প্রতিষেধক পান তার দিকেও নজর দিতে বলা হয়েছে। এর আগে যেভাবে করোনা নিয়ন্ত্রণ করা হয়েছিল ঠিক সেই পথে হাঁটতে চলেছে তারা।

Advertisements

১) যে সকল এলাকায় পরীক্ষার হার কম সে সকল এলাকায় পরীক্ষার হার বাড়াতে হবে।

২) পরীক্ষায় কেউ আক্রান্ত ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে।

৩) আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ করে তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

৪) আক্রান্তের এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করতে হবে এবং তা জেলাশাসক অথবা জেলা কালেক্টরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৫) সাধারণ মানুষ জাতীয় কোভিড বিধি মেনে চলেন তার দিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। বিশেষত স্কুল, কলেজ এবং অফিস কাছারির দিকে সবথেকে বেশি নজর দেওয়ার কথা বলা হয়েছে।

৬) মাস্ক না পড়লে, হাত পরিষ্কার না করলে অথবা সামাজিক দূরত্ব না মানলে জরিমানা ধার্য করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

[aaroporuntag]
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই সকল নির্দেশিকা প্রকাশ করার পাশাপাশি এটাও জানিয়েছে, আপাতত দুই রাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না এবং কনটেইনমেন্ট জোন এলাকার বাইরে সমস্ত কাজ স্বাভাবিক থাকবে।

Advertisements