নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ফের একবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের পর তাকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এর পাশাপাশি তিনি বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থীকে উপাচার্য ঘনিষ্ঠ বলেও একহাত নেন।
মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে টোটো চালক, স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকা মানুষদের নিয়ে একটি কর্মী সম্মেলন করেন। আর সেই কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, “এমন একটা ভিসি এসেছে ভ’য়ঙ্কর পাগল লোক। এরকম পাগল লোক, বাজে লোক আগে কখনো দেখিনি। হাইকোর্টের রায় আছে সব গেট খুলে রাখার সকাল ছয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত। ও এত বড় পাগল সব গেটগুলো লাগিয়ে দিচ্ছে।”
বিশ্বভারতীর ভিসিকে আক্রমণ করার পাশাপাশি বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলীকেও এক হাত দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “যাকে প্রার্থী করেছে তার বাড়ি দিল্লি। উপাচার্যের এক নম্বর ঘনিষ্ঠ। ছবি আছে তো। কলকাতায় ডিল হয়েছে। বহুবার সেমিনার করেছে।”
এর পরেই অনুব্রত মণ্ডলকে ভিসি প্রসঙ্গে বলতে শোনা যায়, “দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসেছে। ভাবছে হাতে একটা এমএলএ থাকলে বিশ্বভারতীতে যা মন তাই করবো। পারবে না। তোমার ক্ষমতা নাই। ইলেকশন পেরিয়ে গেলে তোমাকে যে শিক্ষা আমরা দেবো, বোলপুরবাসী যে শিক্ষা দেবে সারাজীবন মনে রাখবে।”
[aaroporuntag]
প্রসঙ্গত, গতবছর আগস্ট মাসে বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতীর সাথে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সম্পর্ক তলানীতে থেকে। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে যখন বোলপুর সফরে আসেন তখন তিনি রাজ্য সরকারের তরফ থেকে বিশ্বভারতীকে দেওয়া একটি রাস্তা ফিরিয়ে নেন। পাশাপাশি জনসভায় বক্তব্য রাখার সময় প্রকাশ্য থেকে বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির মার্কামারা উপাচার্য বলে আক্রমণ করেন।