নিজস্ব প্রতিবেদন : বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফলের পর AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করেছিলেন বাংলার বিধানসভা নির্বাচনেও তারা প্রার্থী দেবেন। প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে তিনি সাক্ষাৎ-ও করেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে। তবে আব্বাস সিদ্দিকী ওয়েইসির সাথে হাত না মিলিয়ে বাম এবং কংগ্রেসের সাথে জোট বাঁধে।
বাংলার বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন এর জোটের স্বপ্নভঙ্গ হওয়ার পর দলের অন্দরে ও রাজ্যের একাধিক জায়গায় ভাঙ্গন লক্ষ্য করা যায়। AIMIM ছেড়ে একাধিক নেতা কর্মীদের অন্যান্য রাজনৈতিক দলের নাম লেখাতে দেখা যায়। আর এই সকল ঘটমান বর্তমান ঘটনার পর ভোটের আগেই ফের একবার রাজ্যেও উদয় হতে চলেছে AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির। শুধু উদয় নয়, পাশাপাশি বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার জল্পনাও তৈরি হয়েছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলমিন প্রধান আসাদুদ্দিন ওয়েইসি আগামী মার্চ মাসের ২৭ তারিখ রাজ্যে আসতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই দিন তিনি মুর্শিদাবাদের সাগরদিঘীতে জনসভা করতে পারেন। আর সেই জনসভা থেকেই তিনি রাজ্যের কোন কোন আসনে তার দল প্রার্থী দেবে তা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে AIMIM মুর্শিদাবাদের ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে। মনে করা হচ্ছে, আব্বাসের সাথে জোট তৈরি হওয়ার স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর আপাতত আসাদউদ্দিন মুর্শিদাবাদের মধ্যেই নিজের দলকে সীমাবদ্ধ করে রাখতে চান।
AIMIM will contest in the #WestBengalElections2021. As far as the number of seats on which the party will contest is concerned, I will speak on that at a public meeting in Sagardighi on 27th March: AIMIM chief Asaduddin Owaisi
(File photo) pic.twitter.com/JJqpSo1sds
— ANI (@ANI) March 23, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, বিহারের মতো বাংলার বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারত বলে মনে করা হয়েছিল প্রথম থেকে। কিন্তু পরবর্তীকালে দলের সেরকম নরণ-চরণ না দেখে কিছুটা হলেও স্বস্তি পায় সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে রাজ্য নির্বাচনের যে পরিস্থিতি তাতে প্রথম চার থেকে পাঁচ দফা ভোটে প্রার্থী দেওয়ার কোনো সম্ভাবনা নেই AIMIM-এর। সেই জায়গায় রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন আসাদউদ্দিন শেষ তিন দফা ভোটের দিকেই তাকিয়ে রয়েছেন।