নিজস্ব প্রতিবেদন : কর্মচারীদের কাছে অন্যতম ভরসা হলো PF অ্যাকাউন্টে জমা অর্থ। আর এই EPF অ্যাকাউন্টে কত টাকা জমা রয়েছে তা জানার জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর সদস্যরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। আর এই সকল পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন পোর্টালের মাধ্যমে জমার পরিমাণ দেখা। তবে এর থেকেও সহজ পদ্ধতি হলো মিসড কল অথবা এসএমএস-এর মাধ্যমে জমার পরিমাণ দেখা।
PF অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ মিসড কলের মাধ্যমে জানার জন্য অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে মিসড কল দিতে হবে ০১১২২৯০১৪০৬ নম্বরে। মিসড কল দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। যেখানে PF অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ জানিয়ে দেওয়া হয়।
SMS এর মাধ্যমে PF অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ জানার জন্য গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর থেকে টেক্সট মেসেজে লিখতে হবে ‘EPFOHO UAN ENG’ অথবা ‘ENG’ এর পরিবর্তে অন্য কোন ভাষার ক্ষেত্রে সেই ভাষার শর্ট ফর্ম লিখতে হবে। ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়ালাম এবং বাংলায় এই পরিষেবা পাওয়া যায়। তারপর সেই এসএমএস পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই জমা অর্থের পরিমাণ জানানো হয়।
[aaroporuntag]
এছাড়াও আরও একাধিক পদ্ধতি রয়েছে PF অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণের খোঁজ নেওয়ার জন্য। যেমন Umang App, এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে স্মার্টফোনে রাখলে একাধিক সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য এবং নানান সুবিধা পাওয়া যায়। এই অ্যাপেই রয়েছে EPF অ্যাকাউন্টের বিকল্প। এছাড়াও EPF-এর অনলাইন পোর্টাল থেকেও জমা থাকা রাশির পরিমাণ জানা যায়।