নিজস্ব প্রতিবেদন : উত্তরোত্তর দেশে বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই বিগড়ে যাচ্ছে যে তাতে লাগাম টানা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য সরকার নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিধি-নিষেধ জারি করেছে। আর এবার সেই একই পথে হাঁটলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বুধবার নতুন করে একটি নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে স্থানীয় স্তরে অনুষ্ঠান পালনের নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সামনেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব যেমন দোল, শব-এ-বরাত, নবরাত্রি, বিহু, ইস্টার, ইদ-উল-ফিতর ইত্যাদি নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই সকল সমস্ত দিক এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যগুলিকে প্রকাশ্যে অনুষ্ঠান পালন বন্ধ করতে হবে। জনসমাগম ঠেকাতে স্থানীয় স্তরে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইতিমধ্যে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে যাতে নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে না যায় তার জন্য গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সম্পর্কিত নতুন করে বিধি-নিষেধ জারি করার জন্য। ফের আগের মতোই স্থানীয় স্তরে কনটেইনমেন্ট জোন চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয় রাজ্য সরকারগুলিকে। পাশাপাশি নতুন করে নির্দেশিকা রাজ্যের সমস্ত এলাকায় জারি করার নির্দেশ দেওয়া হয়।
Union Health Additional Secretary writes to Chief Secretaries/Administrators of states and UTs," may consider imposing local restrictions in public observations of Holi, Shab-e-Barat, Bihu, Easter and Eid-ul-Fitr and limit mass gatherings". pic.twitter.com/neGeJrzXZW
— ANI (@ANI) March 24, 2021
India reports 47,262 new #COVID19 cases, 23,907 recoveries, and 275 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,17,34,058
Total recoveries: 1,12,05,160
Active cases: 3,68,457
Death toll: 1,60,441Total vaccination: 5,08,41,286 pic.twitter.com/cMkdxVscu8
— ANI (@ANI) March 24, 2021
[aaroporuntag]
বর্তমান পরিস্থিতিতে ভারতে ফের একবার প্রতিদিন ৫০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাই। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৬২ জন। প্রাণহানি হয়েছে ২৭৫ জনের। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২৩ হাজার ৯০৭ জন।