‘আমরা একত্রিত হলে চার চারটে পাকিস্তান হবে’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের আগে এক তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে সরগরম হয়ে উঠেছে গোটা রাজ্য। শুধু রাজ্য বললে ভুল হবে, ওই নেতার মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। কারণ ওই তৃণমূল নেতা একটি-দুটি নয়, চার চারটি পাকিস্তান তৈরি হতে পারে বলে সওয়াল করেছেন।

Advertisements

ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের বাসা পাড়ায়। বুধবার বিকালে সেখানে স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম তৃণমূলের প্রচারের সময় এমন বিতর্কিত মন্তব্য করে বসেন। সেখানে একটি ছোট্ট মঞ্চ গড়ে বক্তব্য রাখার সময় শেখ আলম বলেন, “আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ। বাকিরা ৭০ শতাংশ। ওই ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে। লজ্জা করা উচিত। আমরা যারা ৩০ শতাংশ লোক আছি একদিকে হয়ে যাই, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।” আর এই বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য ভাইরাল হয়ে পরে।

Advertisements

আর এই ভিডিওকে সম্বল করে তোপ দাগতে ছাড়েননি বিজেপি নেতারা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি ট্যুইট করার পাশাপাশি প্রশ্ন তুলেছেন, “এরকম বাংলাই কি আমরা চাই? শেখ আলম তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তৃণমূল নেত্রীর এবিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করা দরকার।”

Advertisements

যদিও ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ আলম ক্ষমা চেয়ে জানিয়েছেন, “আমার মন্তব্যে কেউ যদি ব্যথিত হয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। আসলে আমার মন্তব্য ছিল বিজেপি যেভাবে হিন্দু মুসলিম ভাগ করে ভোট করছে তারই প্রসঙ্গেই।”

[aaroporuntag]
তবে সে যাই হোক, এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে অনেক জলঘোলা হয়ে গেছে। একের পর এক বিজেপি নেতা তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগছেন, অন্যদিকে আবার তৃণমূলও এই ধরনের মন্তব্য সমর্থন করে না বলেও জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Advertisements