হাতে মাত্র কয়েকটা দিন, PAN-AADHAAR লিঙ্ক না করালে গুণতে হবে জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৩১শে মার্চ ২০২১, প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ দিন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। আর তার মধ্যে এই কাজটি না করলে প্যান নম্বর বাতিল হয়ে যাবে। শুধু বাতিল হয়ে যাওয়া নয়, প্যান নম্বর বাতিল হলে জরিমানাও গুণতে হবে।

Advertisements

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য এর আগে একাধিকবার সময়সীমা দেওয়া হয়েছে, আবার সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। কিন্তু এবার যে শেষ সময়সীমা রয়েছে তা আর বর্ধিত করা হবে না বলেই সূত্রের খবর। বরং যে আইন লাগু হয়েছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করানো হলে জরিমানা গুণতে হবে গ্রাহকদের।

Advertisements

গত মঙ্গলবার লোকসভায় পাস হয়েছে অর্থনীতি বিল ২০২১। যেখানে আয়কর অ্যাক্ট, ১৯৬১-র মধ্যে একটি নতুন ধারা 234H যোগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করানো হলে গ্রাহকদের সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।

Advertisements

আয়কর আইনের ১৩৯এএ(২) ধারা অনুযায়ী ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক করাতে হবে। এর পাশাপাশি আয়কর রিটার্ন থেকে শুরু করে আরও একাধিক ক্ষেত্রে আধার নম্বর দেওয়ার নিয়ম জারি করা হয়। অন্যদিকে এই প্যান নম্বর বাতিল হয়ে গেলে গ্রাহকদের একাধিক অসুবিধার সম্মুখীন হতে হবে। সুতরাং হাতে আর যে কয়েকটা দিন রয়েছে তার মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[aaroporuntag]
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য https://www.incometaxindiaefiling.gov.in/home ওয়েবসাইটে গিয়ে বাঁ দিকে থাকা ‘Link Aadhaar’ বিকল্পে ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের প্যান নম্বর, আধার নম্বর, আধারে থাকা নাম, বয়স দিতে হবে। এরপর তার সাবমিট করে দিলেই মাত্র কয়েক মিনিটের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। এই পদ্ধতি ছাড়াও এসএমএস পদ্ধতিতেও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা যায়।

Advertisements