নিজস্ব প্রতিবেদন : চৈত্র মাসের প্রবল দাবদাহে নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বাসিন্দাদের। এই অবস্থা প্রায় গোটা মার্চ মাস ধরেই লক্ষ্য করা গেছে। অন্যদিকে আবার রাজ্যে বাড়ছে রাজনৈতিক তাপমাত্রার পারদ। তবে এমত অবস্থাতেই কিছুটা হলেও স্বস্তির খবর দিলো হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার এবং সোমবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। যেসকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে সেই তালিকায় প্রথমেই রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া। এছাড়াও আরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার দেখাও মিলতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। একই পরিস্থিতির দেখা মিলতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম সহ আরও একাধিক জেলাতে।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ২৮ মার্চ পর্যন্ত আকাশ হালকা মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা নেই। তবে ২৯ এবং ৩০ তারিখ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। তবে বৃষ্টির দেখা মিললেও দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়বে।
[aaroporuntag]
মূলত, মার্চ মাসের শেষের দিক অর্থাৎ চৈত্র মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের দেখা মেলে। তবে চলতি বছর এখনো পর্যন্ত কালবৈশাখীর দেখা না মেলায় প্রতিনিয়ত তাপমাত্রার পারদ বেড়ে চলেছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও দিনের দিকে তাপমাত্রা অনেকটা বাড়লেও রাত এবং ভোরের দিকে তাপমাত্রা এখনও কিছুটা নামতে দেখা যাচ্ছে।