প্রসূন দাস : বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে অধিকাংশ সময়ই খোশমেজাজে লক্ষ্য করা গেলেও দোলের দিন তিনি ধরা দিলেন মনমরা অবস্থাতেই।
কিন্তু কেন?
আসলে তিনি আজ মনমরা এই কারণেই, কারণ বসন্ত উৎসবের মতো উৎসবের দিন শান্তিনিকেতনে নেই বসন্ত উৎসব। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর যে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়, তা এবছর নেই। গোটা বোলপুর আজ খাঁ খাঁ করছে। তবে কিছু পর্যটককে দেখা যায় যারা সোনাঝুরিতে এসে নিজেদের মধ্যে দোলের আনন্দ ভাগ করে নেন। আর এসবের জন্য অনুব্রত মণ্ডল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলীকে কটাক্ষ করতেও ছাড়েননি।
অনুব্রত মণ্ডল বলেন, “আজকে খুব খারাপ লাগছে রবীন্দ্রনাথের জায়গায় বসন্ত উৎসব হচ্ছে না। এই একটা নোংরা ভিসি এসেছে। তিনি আগেই বলেছিলেন বিশ্বভারতী বন্ধ করে দেবো। এর নায়ক হচ্ছেন বোলপুরের যে ক্যান্ডিডেট বিজেপির আর বিশ্বভারতীর ভিসি। এরা দুজনে একটা হোটেলে মিটিং করেছিল। সেই মিটিং-এ ঠিক করেছিল বিশ্বভারতীতে বসন্ত উৎসব হতে দেবো না আর বিশ্বভারতী তুলে দেবো।”
[aaroporuntag]
অনুব্রত মণ্ডল আরও বলেন, “এই পরিকল্পনা তারা আগেই করেছে। সেটা এখন ধরা পড়ে গেছে। সেই হোটেলের ছবি আমার কাছে আছে। খুবই খারাপ লাগছে আজকে দোলের দিন। খেলা হবে, ভ’য়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। ২ তারিখে খেলা আরও ভ’য়ঙ্কর জমবে। বিশ্বভারতীতে দু’বছর বসন্ত উৎসব হলো না একটা নোংরা থার্ডক্লাস ভিসি এসেছে বলে। ২ তারিখে এর চেয়েও বড় দোল হবে।”