নিজস্ব প্রতিবেদন : PAN CARD বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় আপনি যদি এখনো প্যান কার্ড না করিয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই সুসংবাদ। কারণ এখন প্যান কার্ড তৈরি করার দায়িত্ব নিয়েছে পোস্ট অফিস। যার ফলে আরও সহজে নাগরিকদের হাতে প্যান কার্ড তুলে দেওয়ার সব থেকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
India Post এর তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, “আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই প্যান কার্ড বহু আর্থিক লেনদেনের জন্য প্রযোজ্য এবং সুবিধাজনক।”
প্যান কার্ড বর্তমানে এতটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে যে এটি ছাড়া যেমন ব্যাঙ্কে খাতা খোলা সম্ভব হয় না, ঠিক তেমনি আবার ৫০,০০০ টাকার বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও জরুরী। এর পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রেও প্যান কার্ড জরুরী হয়ে দাঁড়িয়েছে। আর এই জরুরি কার্ড যদি পোস্ট অফিসে আবেদন করে পাওয়া যায় তাহলে তা খুশির খবর।
পোস্ট অফিস থেকে সদ্য এই সুবিধা চালু করার পাশাপাশি অনলাইনে আবেদন করেও প্যান কার্ড পাওয়া যায়। এছাড়াও আধার নম্বরের ভিত্তিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্যান কার্ড তৈরি করা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে সবার আগে যেটা জরুরি তা হল আধার নম্বরের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকা। যা বর্তমানে বহু নাগরিকদের নেই। সেই জায়গায় পোস্ট অফিস অনেকটা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
पैन कार्ड के कई लाभ हैं और आप चयनित डाक घरों में इसके लिए आवेदन कर सकते हैं।
You can now apply for a PAN Card at select post offices near you. It has multiple benefits and is helpful for many financial transactions.#AapkaDostIndiaPost pic.twitter.com/0jseYUjVma
— India Post (@IndiaPostOffice) March 25, 2021
[aaroporuntag]
ভারতের সাধারণ নাগরিকদের সাধারণত প্যান কার্ড তৈরির জন্য বিভিন্ন সংস্থা এবং এজেন্টের দ্বারস্থ হতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। আর সেই জায়গায় পোস্ট অফিস যখন এই প্যান কার্ড তৈরির দায়িত্ব হাতে নিচ্ছে তখন বিশ্বাসযোগ্যতার বিষয়টি আরও দৃঢ় হচ্ছে সাধারণ নাগরিকদের কাছে। কারণ দেশের কোটি কোটি আমজনতাকে বছরভর পোস্ট অফিসের উপর নির্ভর থাকতে দেখা যায়।