নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। তিনি বিজেপির টিকিটে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি প্রথম থেকে প্রচারে ঝড় তুলেছেন। প্রচারে ঝড় তোলার পাশাপাশি টলি জগতের অন্যতম অভিনেত্রী হওয়ার দরুন তার সম্পত্তির পরিমাণ সম্পর্কে জানতে অনেকেরই মধ্যে কৌতূহল রয়েছে। সেই কৌতুহলকে কেটেছে মনোনয়নপত্র জমা দেওয়া হলফনামার সাথে।
হাওড়ার এই বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা পেশ করেছেন তাতে তিনি জানিয়েছেন গত বছর তিনি মোট আয় করেছেন ১০ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। তবে তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত তার কোনো স্থাবর সম্পত্তি নেই। অর্থাৎ তার নামে কোন রকম বাড়িঘর অথবা জমিজমা নেই। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৪১ লক্ষ টাকা। তবে তার একটি বড় অঙ্কের ঋণ রয়েছে। যে ঋণের পরিমাণ ৫ লক্ষ ৫৪ হাজার ৫৫৪ টাকা।
[aaroporuntag]
মনোনয়ন পত্রের সাথে জমা দেওয়া হলফনামায় তনুশ্রী চক্রবর্তী জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ রয়েছে ৫০,০০০ টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা। তার নিজের নামে রয়েছে একটি গাড়ি যার মূল্য হল ১৬ লক্ষ ৭৫ হাজার ৩০৭ টাকা। এছাড়াও তার রয়েছে ১৯৫ গ্রামের সোনার গয়না, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এছাড়া তনুশ্রীর নামে বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই।