বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এযাবত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীদের মুখ থেকে বারংবার শোনা যাচ্ছিল বাংলায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোন ভূমিপুত্র। কিন্তু কে হবেন তা এখনও বিজেপির তরফ থেকে সামনে আনা হয়নি। বরং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। আর এমত অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্যে মুখ্যমন্ত্রী নিয়ে আরও জল্পনা বেড়ে গেল।

Advertisements

Advertisements

বিজেপি জিতলে যাদের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের অনেককেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে। এই সকল নামগুলির মধ্যে অন্যতম নাম হিসাবে উঠে আসছে শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের মতো নেতাদের নাম। তবে দিলীপ ঘোষ যা শুনিয়েছেন তাতে জল্পনা বাড়ছে বৈ কমছে না। দিলীপ ঘোষের কথায়, “বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোন মানে নাই।” অর্থাৎ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোন নেতাকেও মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করতে পারে বঙ্গ বিজেপি। এমনই আভাস দিয়ে রাখলেন দিলীপ ঘোষ।

Advertisements

[aaroporuntag]
আর দিলীপ ঘোষের এই ইঙ্গিতের পরেই বাংলায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী তালিকায় উঠে আসছে আরও একাধিক নাম। যাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দিলীপ ঘোষ স্বয়ং। এছাড়াও জল্পনা বাড়াচ্ছে আরও কিছু নাম নিয়ে, যেমন সম্প্রতি মিঠুন চক্রবর্তী যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এর পাশাপাশি উঠে আসছে আরও কিছু পোড়খাওয়া বিজেপি নেতার নাম।

Advertisements