নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তনের ঘোষণা করেন। যে সকল নিয়মগুলি লাগু হতে চলেছে আগামী ১লা এপ্রিল থেকে। যে সকল নিয়মগুলির বদল হতে চলেছে তার মধ্যে রয়েছে ৭৫ বছর বয়সী বা তার বেশি ব্যক্তিদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে মুক্তি, ৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত পিএফ, এলটিসি, বিটুবি লেনদেনকারীদের ই-ওয়ে বিল বাধ্যতামূলক ইত্যাদি। তবে এগুলি ছাড়াও এমন তিনটি নিয়মে বদল ঘটতে চলেছে যা সাধারণ মানুষদের উপর সবথেকে বেশি প্রভাব ফেলবে।
১) ১লা এপ্রিল থেকে লাগু হতে চলেছে কেন্দ্র সরকারের সংশোধিত নতুন বেতন কাঠামো আইন। নতুন এই আইনের ফলে কর্মচারীদের বেতনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে। নতুন এই আইন অনুযায়ী বেসিক বেতন হবে মোট বেতনের ৫০ শতাংশ। অর্থাৎ এক্ষেত্রে কর্মচারীদের পিএফে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তবে হাতে পাওয়া মোট বেতনের পরিমাণ কমে যাবে। কেন্দ্রের এই আইন ভবিষ্যত সুরক্ষার কথা মাথায় রেখে বলেই মনে করা হচ্ছে।
২) যে সকল নাগরিকরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন না তাদের জন্য এই অর্থবর্ষ থেকে অতিরিক্ত ভোগান্তি আসতে পারে। কারণ চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, যে সকল ব্যক্তিরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন না তাদের ব্যাঙ্কের ডিপোজিট থেকে এর আগে পর্যন্ত যে পরিমাণ টিডিএস কাটা হত এবার থেকে তার দ্বিগুণ কাটা হবে। অর্থাৎ ব্যাঙ্কে থাকা জমার সুদের উপর আগে যে পরিমাণ টিডিএস কাটা হত এখন তার দ্বিগুণ কাটা হবে। দেশের অধিকাংশ নাগরিককে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার লক্ষ্যে কেন্দ্রের এমন সিদ্ধান্ত।
[aaroporuntag]
৩) দেশের সাতটি ব্যাঙ্ক দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কের পুরাতন চেক বই আর কার্যকর হবে না ১লা এপ্রিল থেকে। পরিবর্তে গ্রাহকদের নতুন চেক বই সংগ্রহ করে নিতে হবে।