কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার, মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, একাধিক স্বল্প সঞ্চয় এবং পিএফ সহ বিভিন্ন খাতে সুদের পরিমাণ কমানোর ঘোষণা। আর এই ঘোষণার পরেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বত্র সমালোচনা শুরু হলে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করলো কেন্দ্র সরকার।

Advertisements

Advertisements

স্বল্প সঞ্চয়ের সুদের হার কমানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে বিতর্কের মাঝে বৃহস্পতিবার সাত সকালেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি টুইট করে জানান, “এখনই সুদের হারে কোনও পরিবর্তন ঘটছে না। ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, সেটাই অব্যাহত থাকবে। ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।” তবে পিএফ-এর ক্ষেত্রে সুদের হারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা নিয়ে কোনোরকম খোসা করেননি তিনি।

Advertisements

[aaroporuntag]
প্রসঙ্গত, বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে লক্ষ্য করা গিয়েছিল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-এর সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমে হচ্ছে ৫.৯ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.৯ শতাংশ। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট-এর ক্ষেত্রেও সুদের হার ০.৪০ থেকে ১.১ শতাংশ কমানো হয়। পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়।

Advertisements