সম্পত্তির নিরিখে কয়েক কোটিপতি রত্না, জানেন কত টাকার মালিক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থী। অন্ততপক্ষে সম্পত্তির নিরিখে একে অপরকে টক্কর। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এমনই দুই যুযুধান প্রার্থী হলেন তৃণমূলের রত্না চ্যাটার্জী এবং বিজেপির পায়েল সরকার। রত্না চ্যাটার্জী রাজনীতি ঘরানায় অভ্যস্ত, অন্যদিকে পায়েল সরকার সেলুলয়েড পর্দার অভিনেত্রী। আর এই দুয়ের প্রতিদ্বন্দ্বিতায় পায়েল রত্নাকে কতটা বেগ দিতে পারবে তা এখনই বলা না গেলেও সম্পত্তির নিরিখে পায়েলকে এখন থেকেই টেক্কা দিয়ে দিল রত্না চ্যাটার্জী।

Advertisements

Advertisements

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় রত্না চ্যাটার্জী জানিয়েছেন, গত পাঁচ বছরের হিসেব করলে দেখা যাবে কোনো বছর তার বার্ষিক আয় হয়েছে ৪১ লাখ, কোন বছর ৭৩ লাখ, কোন বছর ৮০, তো কোন বছর আবার ৭৭ লক্ষ টাকা। বর্তমানে তার হাতে রয়েছে নগদ ৪ লাখ ৫৮ হাজার ২৩২ টাকা। পাশাপাশি ব্যাঙ্ক সহ বিভিন্ন খাতে সঞ্চয়ের পরিমাণ ২ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা।

Advertisements

তার দুটি গাড়ি রয়েছে টয়োটা ফরচুনার এবং হন্ডা সিআরভি। যাদের মোট মূল্য ৪৮ লাখ ২১ হাজার ১২৬ টাকা। রত্না চ্যাটার্জির থাকা গয়নার পরিমাণ হল ৩৬৪ গ্রাম সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতুর অলংকার। সব মিলিয়ে যেগুলির মোট বাজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা। এর পাশাপাশি এসি এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৬২১ টাকা।

[aaroporuntag]
তবে অস্থাবর সম্পত্তি ছাড়া রত্না চ্যাটার্জী যে স্থাবর সম্পত্তি রয়েছে তার বর্তমান বাজারমূল্য বিশাল। তিনি এবিষয়ে খুটিনাটি কিছু না জানালেও মোট স্থাবর সম্পত্তির মূল্য সম্পর্কে ৯ কোটি ৭ লাখ ৭১ হাজার ১৭৪ টাকা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে রচনা চ্যাটার্জির মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৯৫ টাকা।

Advertisements