বিধানসভা শেষ হতে না হতেই ২০২৪ লোকসভার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো তৃণমূল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র বাংলা বিধানসভার দুই দফা ভোটগ্রহণ হয়েছে। তবে এই দুই দফা ভোটগ্রহণের পরেই তৃণমূলের তরফ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো ২৪ এর লোকসভা নির্বাচন নিয়ে। সম্প্রতি তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে এবং জল্পনা তৈরি করা হয়েছে মোদির বিরুদ্ধে মমতার প্রতিদ্বন্দ্বিতায় নামা নিয়ে।

Advertisements

নন্দীগ্রাম ভোট শেষ হওয়ার পর রাত্রিবেলায় তৃণমূলের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। যেখানে দাবি করা হয়, ‘দিদি নন্দীগ্রাম থেকে জিতবেনই। তাই অন্য কোনও আসন থেকে তাঁর লড়াইয়ের কোনও প্রশ্নই ওঠে না।’ আর এর পরের অংশেই সরাসরি আগামী লোকসভা নির্বাচন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লো তৃণমূল।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘বাংলার মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। আপনার মিথ্যাচার সামনে এসে পড়েছে। বরং ২০২৪-এ নিজের জন্য নিরাপদ একটি আসন খুঁজে নিন। কারণ, আপনি বারাণসীতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।’

Advertisements

আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। কারণ হিসেবে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই মুহূর্তে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিরোধিতা করে আসছে যে সকল রাজনৈতিক দলগুলি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তৃণমূল। আর এই তৃণমূলই বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল। যে কারণে বিধানসভা নির্বাচনে এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতা বেশ জমে উঠেছে।

[aaroporuntag]
একাধিক রাজনৈতিক প্রচারের জনসভায় রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধতে দেখা যাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের। আবার একইভাবে তৃণমূলের তরফ থেকেও কড়া আক্রমণ সানিয়ে বলা হচ্ছে, ‘আগে দিল্লি সামলান।’ আর এমন পরিস্থিতিতে নন্দীগ্রামের ভোট নিয়ে যখন শাসকদলকে একাধিক অভিযোগ তুলতে দেখা গেল দিনভর তখনই আবার রাতে তাদের এমন পোস্টে জল্পনা বাড়ছে বৈ কমছে না।

Advertisements