নিজস্ব প্রতিবেদন : বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতাও একসময় বিজেপির অন্যতম ভরসার নেত্রী হলেও হঠাৎ একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে তিনি যোগ দেন শাসকদল তৃণমূলে। তারপর দুজনের হাজার বাকবিতণ্ডা, ডিভোর্স নোটিশ! তবে এসবের মাঝেই তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার হিসাবে সুজাতাকে আরামবাগের প্রার্থী করে দল।
তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়ে সুজাতা মন্ডল খাঁ ইতিমধ্যেই তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি নিয়ম অনুসারে হলফনামা পেশ করেছেন। যে হলফনামায় তিনি তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন। সেখান থেকেই জানা যাচ্ছে সুজাতা কত টাকার মালিক।
হলফনামা থেকে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ রেখেছিলেন মাত্র ৮০০০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১ লক্ষ ১৬ হাজার ৯২০ টাকা। পাশাপাশি তিনি জানিয়েছেন তার মোট ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে মোট ৪৪ লক্ষ ৫৬ হাজার ১০২ টাকা।
সুজাতার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা। পাশাপাশি তার বিনিয়োগ রয়েছে জীবন বিমা ও ডাকঘর সঞ্চয় প্রকল্পেও। যেগুলি সব মিলিয়ে মোট ২১ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ রয়েছে। পাশাপাশি তার নিজের নামে রয়েছে একটি ৭ লক্ষ ২৯ হাজার টাকা দামের গাড়ি। এর পাশাপাশি ৫৮ হাজার টাকা দামের একটি স্কুটি রয়েছে তার।
[aaroporuntag]
অন্যদিকে গয়না হিসেবে ৪০০ গ্রাম সোনার গয়না রয়েছে তার, যার বর্তমান আনুমানিক বাজার মূল্য হল ২০ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। তবে বিজেপি সাংসদের স্ত্রী তৃণমূল প্রার্থীর কোনো স্থাবর সম্পত্তি নেই বলে জানা যাচ্ছে হলফনামা থেকে। কিন্তু স্থাবর সম্পত্তি না থাকলেও যে অস্থাবর সম্পত্তি রয়েছে তার মোট পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি, ৯৬ লক্ষ ৯২ হাজার ৮৯৯ টাকা।